ভূমিকাঃ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নিকোলা ম্যাকিয়াভেলি রাষ্ট্রদর্শনের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন। তিনি তার বিখ্যাত গ্রন্থ "The Prince" এ শক্তিশালী জাতি, রাষ্ট্র গঠনে শাসকের যে গুণাবলি থাকা দরকার সেটা নিম্ন আলােচনা করেছেন।
শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির অভিমতঃ নিম্নে শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা বর্ণনা করা হলাে-
(১) সর্বক্ষণ জনগণের বন্ধুত্ব অর্জনে নিয়ােজিত থাকবেন।
(২) স্বার্থান্বেষী বা উচ্চাভিলাষী অভিজাত সম্প্রদায় সম্বন্ধে তাকে সর্বদা সজাগ থাকতে হবে।
(৩) রাষ্ট্রের অস্তিত্ব ও স্বাধীনতা রক্ষা করার জন্য যেকোনাে পন্থা অবলম্বন করতে পারবে।
(৪) প্রতারণা, নিষ্ঠুরতা যেকোনভাবেই হােক মানুষের মনে ভীতির সঞ্চয় করতে হবে।
(৫) জনগণের জীবন ও সম্পত্তির সর্বাধিক নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট থাকতে হবে।
(৬) শাসককে অবশ্যই সৎ গুণাবলি অর্জন করতে হবে এবং তীক্ষ্ণ বুদ্ধি ও প্রবল ধীশক্তির অধিকারী হতে হবে।
(৭) পােশাক-পরিচ্ছদ, আচার-আচরণ এমন হবে যেন তাকে দেখলেই চরিত্রবান, জনকল্যাণকামী, ন্যায়পরায়ণ ও ধার্মিক মনে হয়।
(৮) শাসক হবেন শৃগালের ন্যায় ধূর্ত এবং সিংহের ন্যায় বলশালী।
পরিশেষঃ শাসকের গুণাবলি সম্পর্কে ম্যাকিয়াভেলির অভিমত তাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করছে। বর্তমান সময়ের রাজনীতিতে এটি ব্যাপকভাবে গৃহীত হচ্ছে।
0 মন্তব্যসমূহ