অথবা সামাজিক প্রতিষ্ঠান কী?
ভূমিকাঃ সামাজিক প্রতিষ্ঠান সমাজজীবনের প্রধান ভিত। মানুষের সংঘবদ্ধ জীবনের চেতনা থেকেই সামাজিক প্রতিষ্ঠানের উৎপত্তি এবং এর মাধ্যমেই সমাজজীবন প্রবহমান। মানবসমাজের বৈচিত্র্য ও জটিলতা সামাজিক প্রতিষ্ঠানের মধ্যদিয়েই প্রকাশিত হয়। সমাজবিজ্ঞানী গিডিংসের মতে, মানবসমাজের যা কিছু মহৎ ও কল্যাণকর, তার সবকিছুই সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে একযুগ হতে অন্য যুগে বর্তায়। তাই মানবসমাজের বিকাশ ও অগ্রগতি তথা সুশৃঙ্খল সমাজজীবন গঠনের ক্ষেত্রে সামাজিক প্রতিষ্ঠানের প্রয়ােজনীয়তা অপরিসীম।
সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞাঃ ইংরেজি 'Institution' শব্দের বাংলা প্রতিশব্দ হলাে প্রতিষ্ঠান। তবে 'Social Institution' কে কেবলমাত্র প্রতিষ্ঠান দিয়ে বুঝানাে যায় না। এ জন্য সমাজতাত্ত্বিকভাবে অনেকে ‘অনুষ্ঠান প্রতিষ্ঠান' কথাটি ব্যবহার করেন। মূলত যা কিছু সামাজিকভাবে প্রতিষ্ঠিত তাই সামাজিক প্রতিষ্ঠান।
সাধারণ সংজ্ঞাঃ সাধারণভাবে সামাজিক প্রতিষ্ঠান বলতে আমরা সমাজবদ্ধ মানুষের মধ্যে প্রচলিত এমন একটি ধারণাকে বুঝি, যার দ্বারা পরস্পরের সম্পর্ক ও কার্যধারা নির্ধারিত হয়ে সমাজব্যবস্থা টিকে থাকে।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন সমাজবিজ্ঞানী সামাজিক প্রতিষ্ঠানকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করেছেন। তা নিয়ে। আলােচনা করা হলাে-
সমাজবিজ্ঞানী জিনসবার্গ-এর মতে, প্রতিষ্ঠান এমন একটি প্রচলিত ব্যবস্থা যা ব্যক্তি বা গােষ্ঠীর সামাজিক সম্পর্ক নির্ণয় করে।
সমাজবিজ্ঞানী হ্যারি এলমার বার্নস বলেন, সামাজিক প্রতিষ্ঠান হলাে সামাজিক কাঠামাে ও যন্ত্র যার মাধ্যমে মানবসমাজ তার প্রয়ােজন মেটাবার জন্য বিভিন্ন ধরনের কার্যকলাপ, সংগঠন পরিচালন ও সম্পাদন করে।
আধুনিক সমাজবিজ্ঞানীদের মতে, 'A social institution is a system of norms, values, statuses and roles that develops around a basic social goal.'
সমাজবিজ্ঞানী এইচ.ই. বার্নস সামাজিক প্রতিষ্ঠানের সংজ্ঞায় বলেন, “সামাজিক প্রতিষ্ঠান হলাে সমাজ কাঠামাের উপাদান এবং সামাজিক কার্যাবলির সমষ্টি, যার মাধ্যমে মানবসমাজ সংগঠিত হয় এবং মানুষের প্রয়ােজনীয় বহুমুখী কাজকর্ম পরিচালিত হয়।
সমাজবিজ্ঞানী ম্যাকাইভার তার Society গ্রন্থে বলেন, "....by institutions the established forms or conditions of produce characteristic of group activity”.অর্থাৎ “প্রতিষ্ঠান হচ্ছে সমাজস্থ মানুষের প্রতিষ্ঠিত কার্যাবলি বা গােষ্ঠীর কর্মপ্রণালির সমন্বিত রূপ।"
অধ্যাপক সামনারের মতে, “প্রতিষ্ঠান হচ্ছে এমন একটি ব্যবস্থা যা সামাজিক লােকাচার ও লােকরীতিকে কেন্দ্র করে গড়ে ওঠে। তার মতে সম্পত্তি, বিবাহ ও ধর্ম হচ্ছে সমাজের প্রধান এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।
পরিশেষঃ মূলত সমাজস্থ মানুষ তাদের বহুবিধ প্রয়ােজন মেটানাের জন্য তথা সুখী-সমৃদ্ধ, সুশৃঙ্খল সামাজিক জীবনের প্রত্যাশায় যেসকল কার্যপ্রণালি ও কর্মপদ্ধতির মধ্য দিয়ে অগ্রসর হয় তাদের প্রতিষ্ঠিত ঐ সকল কর্মপদ্ধতিকেই সামাজিক প্রতিষ্ঠান বলা হয়।
0 মন্তব্যসমূহ