উত্তরঃ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ গ্রন্থে ২৪ জন কবির ৫০টি পদ রয়েছে। তার মধ্যে ২৫ নং পদটি খণ্ডিত এবং ৪৮ নং পদের মূল পাঠ পাওয়া যায় নি।
পদকর্তাদের নাম-
১। লুইপা (চর্যা-১, ২, ৯)
২। কুক্কুরীপা (চর্যা-২, ২০, ৪৮ মূল পাঠ পাওয়া যায় নি)
৩। বিরুবাপা (চর্যা-৩)
৪। গুম্ভরীপা (চর্যা-৪)
৫। চাটিলপা (চর্যা-৫)
৬। ভুসুকুপা (চর্যা-৬, ২১, ২৩, ২৭, ৩০, ৪১, ৪৩, ৪৯)
৭। কাহ্নপা (চর্যা-৭, ৯, ১০, ১১, ২৪, ৩৬, ৪০, ৪২)
৮। কম্বলাম্বর পা (চর্যা-৮)
৯। কৃষ্ণপা (চর্যা-১২, ১৩, ১৯)
১০। ডােম্বীপা (চর্যা-১৪)
১১। শান্তিপা (চর্যা-১৫, ২৫ (খণ্ডিত), ২৬)
১২। মহীধরপা (চর্যা-১৬)
১৩। বীণাপা (চর্যা-১৭)
১৪। কৃষ্ণবজ্রপা (চর্যা-১৮)
১৫। সরহপা (চর্যা-২২, ৩২, ৩৮, ৩৯)
১৬। সবরপা (চর্যা-২৮, ৫০)
১৭। আর্যদেবপা (চর্যা-৩১)
১৮। ঢেণ্টনপা (চর্যা-৩৩)
১৯। দারিকপা (চর্যা-৩৪)
২০। ভাদেপা (চর্যা-৩৫)
২১। তাড়কপা (চর্যা-৩৭)
২২। কঙ্কনপা (চর্যা-৪৪)
২৩। জয়নন্দীপা (চর্যা-৪৬)
২৪। ধামপা (চর্যা-৪৭)।
0 মন্তব্যসমূহ