সামাজিকীকরণের উপাদানগুলাে সংক্ষেপে লিখ


প্রশ্নঃ সামাজিকীকরণের উপাদানগুলাে সংক্ষেপে লিখ।
অথবা, সামাজিকীকরণের উপাদানগুলাে সংক্ষেপে আলােচনা কর।

ভূমিকাঃ সমাজের বসবাস উপযােগী উপাদানে পরিণত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়ে থাকে। সামাজিকীকরণ সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে বলে একে Life long process বলে অভিহিত করা হয়ে থাকে। এই প্রক্রিয়া মানুষের ব্যক্তিত্বকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। মূলত সামাজিকীকরণ একটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া।

সামাজিকীকরণের উপাদানঃ প্রতিটি বস্তু বা প্রক্রিয়া আমরা যাই বলি না কেন, কিছু উপাদান দিয়েই এর গঠন প্রক্রিয়াটি সমাপ্ত হয়। মানবদেহে যেমনঃ রক্ত, মাংস, পানি ইত্যাদি দিয়ে গঠিত তেমনি সামাজিকীকরণও কিছু উপাদান দিয়ে গঠিত। নিম্নে সামাজিকীকরণের উপাদানসমূহের বিবরণ দেয়া হলাে-

(১) Imitation: শিশুরা অনুকরণপ্রিয় বড়দের কথা বলার ভঙ্গিসহ আশেপাশের অনেক কিছুই অনুকরণ করতে শিখে। অনুকরণের মাধ্যমেই শিশুর সামাজিকীকরণের সূচনা হয়। বয়স্ক ব্যক্তিদের কথা বলা, কাজ করার প্রচলিত রীতিগুলােও সে অনুকরণ করে।

(২) Learning: শিক্ষণ এমন একটি Process যার মাধ্যমে কৃষ্টির উপাদান বিভিন্ন যুগে সঞ্চালিত হয়। শিশু তার পরিবার বা সমবয়সী কিংবা অন্য কারাে কাছ থেকে তার স্বীয় Culture এর বিভিন্ন উপাদানগুলাে আয়ত্ত করে এবং সামাজিক হয়।

Morgan ও King বলেছেন, "Learning can be defined as any relatively permanent change in behavior which occurs as a result of practice or experience:" [Introduction to Psychology]

তাই Learning ছাড়া ব্যক্তির Sociolization হয় না। মানুষ সামাজিক পরিবেশ থেকে শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সামাজিক জীবে পরিণত হয়। সমাজে বসবাস করতে গিয়ে মানুষের আচরণ কেমন হওয়া উচিৎ? কীভাবে কথা বলতে হবে? কীভাবে বন্ধুবান্ধবের সাথে মিশতে হবে? ইত্যাদি শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে শিখে থাকে।

(৩) Interaction: মিথস্ক্রিয়ার মাধ্যমে মানুষ সমাজে তার অবস্থাকে প্রমাণ এবং দৃঢ় করে এবং ক্রমান্বয়ে স্থায়িত্ব লাভ করে।

(৪) Lanuage: সামাজিকীকরণের প্রধান উপাদান হচ্ছে ভাষা। ভাষা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। আদিম মানুষেরা হাত-পা নাড়িয়ে অভিব্যক্তি প্রকাশ করত। কিন্তু যখন থেকে ভাষার উৎপত্তি হয়েছে ও উন্নতি সাধন হয়েছে তখনই মানুষ সামাজিকীকরণ হয়েছে।

(৫) Affection: পারস্পরিক মমতাবোধ সামাজিকীকরণের অন্যতম উপাদান। মানুষ যদি যন্ত্রবৎ হয়ে যেত তাহলে পারস্পরিক সহযােগিতার সুযােগ থাকত না। সহযােগিতা সামাজিকীকরণের অন্যতম দিক। সহযােগিতার বিভিন্ন দিক রয়েছে; যেমন সহমর্মিতা, সান্তনা, সৌহার্দ্য গুলােকে আবার আত্মীয় সম্পর্ক বলা হয়ে থাকে।

পরিশেষঃ উপযুক্ত আলােচনার শেষে বলা যায় যে, সামাজিকীকরণের উপাদানগুলাে সামাজিকজীবনের প্রতিটি স্তরে বিদ্যমান। অনুকরণের মাধ্যমে শিশুর সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। মানবজীবনের জন্য প্রয়ােজনীয় প্রেম, প্রীতি, ভালােবাসা, সহানুভূতি, আদেশ, অনুরােধ উপদেশ এসব ওতপ্রােতভাবে জড়িয়ে রয়েছে সামাজিকীকরণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক