অথবা, ঐক্যবাদ বলতে কী বুঝ?
ভূমিকাঃ দেহ ও মনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা প্রাচীনকাল থেকে মানুষ দেহ ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা করে আসছে। তাদের ধারণা দেহ ও মন পরস্পর সম্পর্কযুক্ত। বর্তমানে অনেকে দেহ ও মনের সম্পর্ক অত্যন্ত গভীর বলে মনে করেন। দেহ ও মন সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে পূর্বপ্রতিষ্ঠিত শৃংখলাবাদ অন্যতম এবং শৃঙখলার কারণে কোনোরূপ মানসিক বা দৈহিক পরিবর্তন হলে অনুরূপ দৈহিক বা মানসিক পরিবর্তন স্বতঃস্ফূর্তভাবেই হয়ে থাকে।
পূর্ব-প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদঃ দেহ ও মনের সম্পর্ক সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য জার্মান দার্শনিক লাইবনিজ (১৬৪৬-১৭১৬ খ্রি:) পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা ঐক্যবাদের উল্লেখ করেছেন। লাইবনিজের মনােডতত্ত্ব অনুযায়ী ঈশ্বর হলেন সর্বোচ্চ ও সবচেয়ে শক্তিশালী মনােড। এ মতবাদ অনুযায়ী ঈশ্বর সবকিছু সৃষ্টি করে তাদের স্বতন্ত্র দায়িত্ব দিয়েছেন। তিনি মাঝে মাঝে সেটার তদারকি করেন। তা ছাড়া প্রকৃতির নিয়ম সবকিছু তার নির্দেশকে মােতাবেক পালিত হচ্ছে। ঈশ্বর ঠিক তেমনি সৃষ্টির সময়ই দেহ ও মনের মধ্যে এক শৃঙ্খলা স্থাপন করেছেন। এ শৃঙখলা অনুসারে দেহ ও মন পরস্পরের মধ্যে নিত্য সংগতি রক্ষা করে চলেছে। প্রতি মুহূর্তে এ সংগতির জন্য ঈশ্বরের হস্তক্ষেপ প্রয়ােজন হয় না। সৃষ্টির সময় একবার হস্তক্ষেপ করেই ঈশ্বর দেহ ও মনের নিত্য সংগতির ব্যবস্থা করে দিয়েছেন। লাইবনিজ দেহ ও মনকে দুটি ঘড়ির সঙ্গে তুলনা করেছেন। এ ঘড়ি দু'টি এমনভাবেই সৃষ্টি করা হয়েছে, যে, পূর্বস্থাপিত শৃঙ্খলার কারণে এরা সবসময়েই এই রকম সময় দিয়ে থাকে। অর্থাৎ দেহ.ওমনের কোনাে সম্বন্ধ না থাকলেও ঈশ্বরকৃত পূর্বস্থাপিত শৃঙখলার কল্যাণে দৈহিক পরিবর্তনের সাথে সাথেই মানসিক পরিবর্তন বা মানসিক পরিবর্তনের সাথে সাথেই দৈহিক পরিবর্তন ঘটা সম্ভব হয়। উদাহরণস্বরূপ কোনাে কারণে মন কষ্ট পেলে চোখে জল আসে। আবার দেহের কোথাও ব্যথ্যা পেলে বা ক্ষত হলে মন কষ্ট পায়। এগুলাে মূলত দেহের ডাকে মনের বা মনের ডাকে দেহের সাড়া দেয়ার মতাে। লাইবনিজ মূলত দেহ ও মনের এই পারস্পরিক সম্পর্ককে পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা ঐক্যবাদ বলেছেন।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, দেহ ও মন সম্পর্কে ধর্মতত্ত্ব যে মতামত দিয়েছেন সেদিক থেকে বিবেচনা করলে ঈশ্বরের অবিরত সংগতিসাধন মতবাদের তুলনায় লাইবনিজের পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদকে একেবারে মূল্যহীন বলা যায় না। শুধু তাই নয়, দেহ ও মন সম্পর্কিত বিংশ শতাব্দীর চিন্তার পেছনে লাইবনিজের এ মতবাদ যথেষ্ট গুরুত্ব রাখতে সক্ষম হয়েছে। সুতরাং দেহ ও মন সম্পর্কিত মতবাদ হিসাবে পূর্বপ্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ বা ঐক্যবাদ দর্শনে খুবই গুরুত্বপূর্ণ মতবাদ।
0 মন্তব্যসমূহ