অর্থনৈতিক ব্যবস্থা কী?


প্রশ্নঃ অর্থনৈতিক ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও।
অথবা, অর্থনৈতিক ব্যবস্থা কী?

ভূমিকাঃ এই বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন সমাজ ব্যবস্থায় বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানই হচ্ছে প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থার কাজ। সমাজের তিনটি মৌলিক সমস্যা কিভাবে সমাধান করা হয়, তার উপরই নির্ভর করে অর্থনৈতিক ব্যবস্থাটি কি ধরনের।

অর্থনৈতিক ব্যবস্থাঃ মানুষের জীবনে দুপ্রাপ্যতা হচ্ছে এক ধরনের অর্থনৈতিক বাস্তবতা। প্রাপ্তব্য সম্পদ দিয়ে মানুষের সব অভার পূরণ করা যায় না। সেজন্য মানুষ নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করে। নির্বাচন করতে গিয়ে সমাজকে তিন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। যে পদ্ধতিতে সমাজ কি, কিভাবে এবং কার জন্য এই প্রশ্নগুলাের সমাধান খুঁজে বের করে সেটিই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা।

অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ উৎপাদন, সম্পদের বন্টন ও বিনিময় এবং দ্রব্য ও সেবার ভােগ এসবের মধ্যে সমন্বয় সাধন করে। 

বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাঃ অর্থনৈতিক সমস্যা সমাধান প্রক্রিয়ার উপর ভিত্তি করে পৃথিবীতে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে। এগুলাের মধ্যে উল্লেখযােগ্য হচ্ছে:

১. ধনতান্ত্রিক বা বাজার অর্থব্যবস্থা।

২. সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা।

৩. মিশ্র অর্থব্যবস্থা।

৪. ইসলামী অর্থব্যবস্থা।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি সমাজ উৎপাদন, সম্পদের বন্টন ও বিনিময় এবং দ্রব্য ও সেবার ভোগ এসবের মধ্যে সমন্বয় সাধন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক