ভণ্ডনবী কারা? তাদের কিভাবে দমন করা হয়েছিল?


প্রশ্নঃ ভণ্ডনবীদের উত্থান ও পতন সম্পর্কে যা জান নিজের ভাষায় লেখ।
অথবা, ভণ্ডনবী কারা? তাদের কিভাবে দমন করা হয়েছিল?

উপস্থাপনাঃ মহানবী (স)-এর ওফাতের পর বিশাল ইসলামী সাম্রাজ্যের শাসনভার হযরত আবু বকর (রা)-এর ওপর ন্যস্ত হয়। তিনি দায়িত্ব গ্রহণ করেই বহুবিধ সমস্যার সম্মুখীন হন। তার শাসনামলে ভণ্ডনবীদের উৎপাত উল্লেখযােগ্য ঘটনা। তিনি রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে এসব ভণ্ডনবীদের উৎখাত করে চরম বিপর্যয় ও সমূহ ক্ষতি থেকে মহানবী (স) কর্তৃক প্রতিষ্ঠিত মদিনার ইসলামী রাষ্ট্রকে রক্ষা করেছিলেন।

ভণ্ডনবীদের উত্থান ও পতনঃ মহানবী হযরত মুহাম্মদ (স)-এর নবুয়তী জীবনের একেবারে শেষের দিকে আরবের বিভিন্ন অংশে কতিপয় ভণ্ডনবীর আবির্ভাব ঘটে। এসব ভণ্ডনবীর মধ্যে অন্যতম ছিল আসওয়াদ আনাসি, তুলায়হা, মুসায়লামা ও সাজাহ। নিম্নে এসব ভণ্ডনবীর উত্থান ও পতনের বিবরণ প্রদান করা হলাে-

১. আসওয়াদ আনাসির উত্থানঃ ইয়েমেনের আনাসি গােত্রের প্রধান আসওয়াদ আনাসি দশম হিজরীতে নবুয়ত দাবি করে প্রকাশ্য বিদ্রোহ ঘােষণা করে। স্বীয় গােত্রের নিকট সে খুবই জনপ্রিয় ছিল। সে ইয়েমেনের মুসলিম প্রশাসককে হত্যা করে রাজধানী সানা দখল করে। প্রাথমিক সাফল্যে উৎসাহিত হয়ে সে পার্শ্ববর্তী গােত্রপ্রধানদের সহায়তায় এক শক্তিশালী সেনাবাহিনী গঠন করে ইয়েমেন প্রদেশ ও দক্ষিণ আরব তার করতলগত করে।

আসওয়াদ আনাসির পতনঃ হযরত আবু বকর (রা) এ ভণ্ডনবীকে দমনের জন্য মুয়ায ইবনে জাবাল (রা)-কে ইয়েমেনে প্রেরণ করেন, কিন্তু তিনি সেখানে পৌছার পূর্বেই ইয়েমেনের শহীদ গভর্নরের দুই আত্মীয় কায়স ইবনে মাসুক ও ফিরােজ দায়লামী অতর্কিতে ভণ্ড আসওয়াদ আনাসির ঘরে ঢুকে তার স্ত্রীর সহায়তায় নেশাগ্রস্ত অবস্থায় তার মুণ্ডপাত করেন।

২. ভণ্ডনবী তুলায়হার উত্থানঃ উত্তর আরবের নজদ অঞ্চলের বনু সাদ গােত্রের প্রখ্যাত বীর তুলায়হা ছিল আরেক মিথ্যা নবুয়তের দাবিদার। তুলায়হা স্বীয় প্রচারণা দ্বারা বেশ কিছু লােককে বিভ্রান্ত করতে সক্ষম হয় এবং বেদুইন গােত্ৰসমূহকে মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপিয়ে তােলে। এভাবে মিথ্যা প্রচারণায় সে তার নবুয়ত দাবি জনসমাজের কিছু অংশে প্রতিষ্ঠিত করে।

তুলায়হার পতনঃ এ ভণ্ডনবীকে সমুচিত শিক্ষা দেয়ার জন্য হযরত আবু বকর (রা) বীর যোদ্ধা খালেদ ইবনে ওয়ালিদ (রা)-কে ৪৫০০ সৈন্য দিয়ে প্রেরণ করেন। বুজাখার যুদ্ধে খালেদ সহজেই তুলায়হাকে পরাজিত এবং তার অনুচরদের হত্যা করেন। নিরুপায় হয়ে তুলায়হা সিরিয়ায় আত্মগােপন করে। কিছুদিন পর বনু সাদ গােত্রকে ক্ষমা করা হলে সে সুযােগে তুলায়হা তওবা করে পুনরায় ইসলাম কবুল করে।

৩. ভণ্ডনবী মুসায়লামার উত্থানঃ নবুয়তের মিথ্যা দাবিদারদের মধ্যে আরবের ইয়ামামার বনু হানিফ গােত্রের মুসায়লামা ছিল শক্তিশালী। দশম হিজরী সালে মুসায়লামা একদল প্রতিনিধিসহ মদিনায় মহানবী (স)-এর সাথে সাক্ষাৎ করে এবং ইয়ামামায় ফিরে স্বরচিত কবিতাকে অহী বলে প্রচার করে নবুয়তের দাবি করে বসে। মহানবী (স)-কে উদ্দেশ করে লিখিত এক পত্রে সে জানায়, ঐশীবাণী প্রচার ও আরব উপদ্বীপে শাসনকার্য নির্বাহে সে তার সমতুল্য। মহানবী (স) তাকে এ মিথ্যা দাবি থেকে বিরত থাকার জন্য স্বীয় প্রতিনিধি প্রেরণ করেন, কিন্তু মুসায়লামা ইয়ামামায় বিদ্রোহ ঘােষণা করে। সাজাহ নামের এক ভণ্ডনবীকে বিয়ে করে সে আরও শক্তিশালী হয়ে ওঠে।

মুসায়লামার পতনঃ হযরত আবু বকর (রা) খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেই এ ভণ্ডনবীকে দমনের জন্য হযরত ইকরামা (রা) ও ইবনে আবু জাহলকে পাঠান। পরে শােরাহবিল (রা)-কেও পাঠানাে হয়। খালেদ ইবনে ওয়ালিদও এক বিরাট বাহিনী নিয়ে ইয়ামামায় উপস্থিত হন। ৬৩৩ সালে ইয়ামামায় এক প্রচণ্ড রক্তক্ষয়ী যুদ্ধে মুসায়লামা পরাজিত ও নিহত হয় এবং তার অনুসারীদের কঠোর হস্তে দমন করা হয়। এ যুদ্ধে ১০,০০০ বিদ্রোহী ও ৬০০ মুসলমান নিহত হয়। শহীদ মুসলমানদের অনেকেই কুরআনে হাফেজ ছিলেন।

৪. মহিলা ভণ্ডনবী সাজাহর উত্থান ও পতনঃ শুধু পুরুষ নয়, সাজাহ বিনতে আউল নামী এক নারীও নবুয়ত দাবি করেছিল। সে ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী এবং মধ্য এশিয়ার ইয়ারবু গােত্রের মেয়ে। স্বীয় রূপ-লাবণ্যের কারণে সাজাহ কতিপয় গােত্রের লােকদের সমর্থন লাভ করে। তবে মুসলিম সেনাদলের সাথে সম্মুখযুদ্ধের সাহস না থাকায় সে ভণ্ডনবী মুসায়লামাকে বিয়ে করে নিজ উদ্দেশ্য সিদ্ধিতে তৎপর হয়, কিন্তু ইয়ামামার যুদ্ধে বিপর্যস্ত সাজাহ স্বীয় গােত্রে ফিরে গিয়ে আত্মগােপন করে। পরবর্তীকালে আমীর মুয়াবিয়ার শাসনকালে ইসলাম গ্রহণ করে বসরার চলে যায়।

উপসংহারঃ আবু বকর (রা) কঠোর হস্তে ভণ্ডনবীদের দমন করে স্বীয় দূরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। ভণ্ডনবীরা খালেদ, ইকরামা প্রমুখ সেনাপতির যুদ্ধ কৌশলের নিকট শােচনীয়ভাবে পর্যদস্ত হয়। বস্তুত ভণ্ডনবীরা ইসলামের শৈশবেই একে দুনিয়ার বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে ঐক্যবদ্ধ হয়েছিল। আবু বকর (রা)-এর সময়ােচিত পদক্ষেপে ইসলাম সুসংহত ও সুদৃঢ় হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক