অথবা একটি সমাজের নৈতিক মূল্যবােধের আলােকে সংস্কৃতির বিন্যাস তুলে ধর।
ভূমিকাঃ সংস্কৃতি সভ্যতার বাহন। সমাজজীবনকে সার্থক ও সুন্দর করে গড়ে তুলে সংস্কৃতি মানবজীবনের ভিত্তি রচনা করে। আদিম সমাজ থেকে বর্তমান সময় পর্যন্ত সভ্যতার উৎপত্তি, বিকাশ ও উৎকর্ষ সাধনে সংস্কৃতির অগ্রণী ভূমিকা রয়েছে। মানুষের দীর্ঘদিনের লালিত জীবনপ্রণালি সংস্কৃতির গতিকে সচল রেখেছে। সংস্কৃতির পথপরিক্রমার মধ্যদিয়ে সভ্যতা বিকাশ লাভ করে।
নৈতিক মূল্যবােধের আলােকে সংস্কৃতি বিন্যাসঃ "Normative Value" এর বাংলা প্রতিশব্দ হচ্ছে ‘নৈতিক মূল্যবােধ'। Norma এবং Value এই ইংরেজি শব্দ দুটির সমন্বয়ে Normative value বা নৈতিক মূল্যবোেধ শব্দটি গঠিত হয়েছে। সামাজিক মূল্যবােধ সেসব ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণের সমষ্টি যা সমাজজীবনকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে এবং সমাজজীবনে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। সামাজিক শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা প্রমুখ সুকুমার বৃত্তি এবং অপরের দুঃখে সহানুভূতি জ্ঞাপন, বয়স্কদের প্রতি শ্রদ্ধাবােধ, বিধিবিধানের প্রতি আনুগত্য সামাজিক মূল্যবােধের দৃষ্টান্ত।
নৈতিক মূল্যবােধ সম্পর্কে বিভিন্ন সমাজবিজ্ঞানীদের ধারণাঃ নৈতিক মূল্যবােধ সম্পর্কে জ্ঞান লাভের আগে Norm এবং Value সম্পর্কে জ্ঞানের প্রয়ােজনীয়তা আছে বৈকি। Norm সম্পর্কে সমাজবিজ্ঞানী David Popenoe তার Sociology গ্রন্থে বলেন, "The term norm is used by sociologists to mean any rule or standard that defines what people should or should not do think or feel any given social situation."
অন্যদিকে Value সম্পর্কে বলতে গিয়ে David Popenoe বলেন, "A value is an idea about what is good right wise or beneficial. For example when asked why do you attend religious service? A respondent may answer. Because every good honest citizen should."
সামাজিক মূল্যবােধঃ সামাজিক মূল্যবােধ সম্পর্কে স্টুয়ার্ট সি. ডভ বলেন, “সামাজিক মূল্যবােধ ঐসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে।”
অন্যদিকে নিকোলাস রেসার বলেন, “সামাজিক মূল্যবােধ বলতে সেসব গুণাবলীকে বুঝায় যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে খুশি হয় এবং নিজের সমাজ, সংস্কৃতি ও পরিবেশে মূল্যবান মনে করে খুশি হয়। সুতরাং সামাজিক মূল্যবােধ সমাজজীবনে শৃঙখলা আণয়ন করে এবং সামাজিক কার্যকলাপে ঐক্য প্রতিষ্ঠা করে। ব্যক্তি ও সামাজিক সম্বন্ধ নির্ণয় করে।
নৈতিক মূল্যবােধ ও সংস্কৃতির বিন্যাসঃ সমাজবিজ্ঞানী William Graham Sumner- এর আলােচনা - নৈতিক মূল্যবােধ ও সংস্কৃতি সম্পর্কিত আলােচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন William Graham Sumner। তিনি এ সম্পর্কিত আলােচনা তার Folkways গ্রন্থে অবতারণা করেছেন। তিনি তার গ্রন্থে Normative value কে দু'ভাগে ভাগ করে উপস্থাপন করেছেন। যথা-
১। সাধারণ পালনীয় রীতি (Folkways)
২। অবশ্য পালনীয় রীতি (Mores or laws)।
সাধারণ পালনীয় রীতি সম্পর্কে সামনারের মতামতঃ সামনার তার আলােচনায় বলেন, একদিকে মানুষ সাধারণ পালনীয় রীতির মাধ্যমে পরিবেশের সাথে খাপখাইয়ে নেয়, তেমনি অন্যদিকে প্রাণী ও উদ্ভিদাদি বিবর্তনের মাধ্যমে নতুন পরিবেশের সাথে খাপখাইয়ে নেয়। মানুষ ও সামাজিক পরিবেশ যেমন একে অপরের সাথে জড়িত তেমনি সামাজিক পরিবেশের সামগ্রিক রূপকেই সংস্কৃতি হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। প্রত্যেক সমাজে কিছু Folkways বিদ্যমান। যে Folkways গুলাে সাধারণভাবে সমাজের মানুষের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। আদিম সমাজব্যবস্থাকে বিশ্লেষণ করলে দেখা যায়, সেবা সমাজব্যবস্থা Folkways কে অন্ধের মতাে মানা হতাে। সভ্য সমাজব্যবস্থায় যদিও Folkways- এর প্রভাব রয়েছে। তথাপি তেমন কড়াকড়িভাবে এগুলাে মেনে চলার রীতি পরিলক্ষিত হয় না।
অবশ্য পালনীয় রীতি সম্পর্কে সামনারের মতামতঃ Sumner বলেন, “কোনাে Folkways না মেনে চললে কাউকে সামাজিক শাস্তি ভােগ করতে হয় না, কিন্তু Mores বা অবশ্য পালনীয় রীতি যদি না মেনে চলে, তাহলে বিধান মােতাবেক তাকে অবশ্যই শাস্তি ভােগ করতে হবে। এটি মূলত সমাজ অনুশাসনের একটি গুরুত্বপূর্ণ দিক যার সাথে সংস্কৃতি জড়িত রয়েছে। উন্নত বিশ্বের দেশগুলাে বিবাহ, গণতন্ত্র, ব্যবসা-বাণিজ্য, দর-কষাকষি অবশ্য পালনীয় রীতির অন্তর্ভুক্ত। আর এই সকল রীতি যখন ধর্মের দ্বারা স্বীকৃত হয় তখন তার কার্যকরী শক্তি বৃদ্ধি পায়। যেমনঃ মুসলিম সমাজে মদ, জুয়া, শুকরের গােশত সুদ ইত্যাদি ধর্মীয় নিষেধের কারণে এগুলাে অবশ্য পালনীয় বিষয় বা Mores রীতিতে রূপান্তরিত হয়েছে।
পরিশেষঃ পরিশেষ বলা যায় যে, কোনাে সমাজব্যবস্থার সংস্কৃতি বিন্যাসের ক্ষেত্রে Folkways এবং Mores গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেননা, এর ওপর ভিত্তি করেই কোনাে সমাজের সংস্কৃতি বিন্যাস গঠিত হয়ে থাকে। তা ছাড়া কোনাে কাজ সমাজে করা যাবে আর কোনাে কাজ সমাজে করা যাবে তা সাধারণত Folkwavs এবং Mores এর মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। তবে এ কথা মনে রাখা প্রয়োজন যে Folkwavs ও Mores সমাজভেদে ব্যাতিক্রম হতে পারে।
0 মন্তব্যসমূহ