ব্যক্তিত্ব কী?


প্রশ্নঃ ব্যক্তিত্ব কী?
অথবা, ব্যক্তিত্ব বলতে কী বােঝ?

ভূমিকাঃ প্রতিটি ব্যক্তির মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যায় যে বৈশিষ্ট্যের কারণে আমরা একজনকে আরেকজন থেকে আলাদা করতে পারি। এসকল বৈশিষ্ট্যই সাধারণত ব্যক্তিতুপ্রকাশ করে থাকে। তাই বলা যায়, সামাজিক পরিবেশে সামঞ্জস্য স্থাপনকারী আচরণসমূহের সমস্যাকেই আমরা ব্যক্তিত্ব বলি। পক্ষান্তরে সাধারণ লােকের কাছে ব্যক্তিত্ব হলাে একজন মানুষের চিত্ত আকর্ষণ করার মত গুণ। এক ব্যক্তি অন্য এক ব্যক্তির মনে যে সামগ্রিক ছাপ অঙ্কিত করে, তাই হলাে সে ব্যক্তির ব্যক্তিত্ব।

শাব্দিক অর্থে ব্যক্তিত্বঃ ব্যক্তিত্বের ইংরেজি প্রতিশব্দ Personality ল্যাটিন শব্দ Persona থেকে এসেছে। Persona শব্দের অর্থ মুখােশ। প্রাচীন রােমে অভিনয়কালে অভিনেতারা মুখােশ পরে অভিনয় করত। অর্থাৎ পূর্বে ব্যক্তিত্ব বলতে ব্যক্তির একটি ছদ্ম বা বিকৃত রূপকেই বুঝানাে হতাে। কিন্তু আধুনিককালে একে একটু ভিন্নভাবে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে।

প্রামাণ্য সংজ্ঞাঃ নিম্নে ব্যক্তিত্ব সম্পর্কে মনােবিজ্ঞানীদের মতামত তুলে ধরা হলাে-

মনোবিজ্ঞানী Wood worth-এর মতে, "Personality can be broadly defined as the total quality of an individuals behavior."

মনোবিজ্ঞানী G. W Allport বলেন, "Personality is the dynamic organization within the individual of those psycho-physical systems that determine his unique adjustments to his environment."

প্রফেসর নাইট-এর মতে, “ব্যক্তিত্ব হলাে সেসকল বৈশিষ্ট্যাবলি যার ফলে একই প্রকার বুদ্ধি ও জ্ঞানের অধিকারী হলেও বিভিন্ন ব্যক্তি একই পরিস্থিতিতে বিভিন্ন প্রতিক্রিয়া করে।

ওয়ারেন (১৯৩৪)-এর মতে, ব্যক্তিত্ব হলাে “কোনাে ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছা ও শারীরিক বৈশিষ্ট্যসমূহের সমন্বিত সংগঠন, যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করে।”

উপযুক্ত সংজ্ঞাগুলাের আলােকে বলা যায় যে, ব্যক্তিত্ব হচ্ছে দেহ-মনের এক সার্বিক ঐক্য। ব্যক্তির বৈশিষ্ট্য, সহজাত প্রবৃত্তি, মানসিক প্রবণতা ও আশা-আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, আগ্রহ, জীবনাদর্শ, অভ্যাস, অভিজ্ঞতা, কল্পনাশক্তি বুদ্ধি, নৈপুণ্য, দোষগুণ প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের সাথে উপযােজনের ক্ষমতা এবং বাহ্য প্রতিক্রিয়া- এ সবকিছুর সংমিশ্রণই ব্যক্তিত্ব।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, ওপরে বর্ণিত এসব অভীক্ষা বা পদ্ধতি সম্পূর্ণরূপে সার্থকতা লাভ করতে সমর্থ হয়নি। তবে ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে। তবে সাধারণত একটি পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণরূপে ব্যক্তিপ্রতি ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য প্রতীকী মিথস্ক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক