প্লেটোর ন্যায় ও আধুনিক ন্যায়ের মধ্যে তুলনা কর


প্রশ্নঃ প্লেটোর ন্যায় ও আধুনিক ন্যায়ের মধ্যে তুলনা কর।
অথবা, প্লেটোর ন্যায় ও আধুনিক ন্যায়ের সাদৃশ্য বৈসাদৃশ্য লিখ।

ভূমিকাঃ প্লেটোর ন্যায়তত্ত্ব হলাে তার দার্শনিক চিন্তার প্রাণকেন্দ্র। 'The Republics’ গ্রন্থে Plato ন্যয় তত্ত্বকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। Plato যে ন্যায় ধারণা প্রবর্তন করেন তা আধুনিক ন্যায় নীতি থেকে ভিন্ন প্রকৃতির। Plato-এর ন্যায়নীতি ছিল আধুনিক রাষ্ট্রের তিন শ্রেণীর লােকের কর্তব্য ও দায়িত্বের সুষম বন্টন।

প্লেটোর ন্যায় ও আধুনিক ন্যায়ের তুলনাঃ Plato-এর ন্যায় ও আধুনিক ন্যায় একই প্রকৃতির নয়। এদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। এগুলি নিম্নরূপ-

প্রথমত, নৈতিকতা হল Plato-এর ন্যায় ও আধুনিক ন্যায়তত্ত্বের পার্থক্যের প্রথম ভিত্তি। প্লেটোর ন্যায়নীতির ধারণাটি মূলত নৈতিক। কিন্তু আধুনিক ন্যায়নীতি মূলত নৈতিক নয়। আধুনিক ন্যায়নীতির ধারণা মূলত আইনগত।

দ্বিতীয়ত, সংশ্লিষ্টতার প্রশ্নে আধুনিক ন্যায়-নীতি Plato-এর ন্যায়নীতির মধ্যে বৈসাদৃশ্য পরিলক্ষিত হয়। প্লেটোর ন্যায়নীতি রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট। কিন্তু আধুনিক ন্যায়-নীতি নাগরিক জীবনের সাথে সংশ্লিষ্ট।

তৃতীয়ত, অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে Plato ও আধুনিক ন্যায়নীতির মধ্যে পার্থক্য বিদ্যমান। Plato এর ন্যায়নীতি অনেকটা অভিজ্ঞতাপ্রসূত। কিন্তু আধুনিক ন্যায়নীতি তা নয়। আধুনিক ন্যায়নীতি সর্বজনীন প্রকৃতির।

চতুর্থত, লক্ষ্য ও উদ্দেশ্যের দিক থেকে Plato ও আধুনিক ন্যায় তত্ত্বের মধ্যে পার্থক্য বিদ্যমান। Plato এর ন্যায়নীতির মূল লক্ষ্য ছিল কর্ম বিভাজনের মাধ্যমে বিশেষত্বকরণ। কিন্তু আধুনিক ন্যায়তত্ত্বের মূল লক্ষ্য তা নয়। আধুনিক ন্যায় তত্ত্বের মূল লক্ষ্য হলাে, নাগরিক অধিকার সংরক্ষণ।

পরিশেষঃ আলােচনার প্রেক্ষিতে পরিশেষে বলা যায় যে, Plato-এর ন্যায়তত্ত্ব ও আধুনিক ন্যায়তত্ত্ব এক জিনিস নয়। উভয়ের মধ্যে পার্থক্য বিদ্যমান। আর তা উপযুক্ত বিষয়গুলাের মাধ্যমে স্পষ্টরূপে অনুধারন করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক