পরম সত্তা কী?


প্রশ্নঃ পরম সত্তা কী?
অথবা, পরম সত্তা কী বা তত্ত্ব বিদ্যা কী?

ভূমিকাঃ দর্শন জগত ও জীবনের মৌলিক সমস্যা নিয়ে আলােচনা করে। দর্শনের আলােচিত অন্যতম একটি সমস্যা হচ্ছে বিশ্বজগতের সংগঠনের সমস্যা বা বিশ্বতত্ত্বের সমস্যা। এ সমস্যা সমাধানে দার্শনিকেরা জড়ের প্রকৃতি নির্ণয়ে সচেষ্ট রয়েছেন দর্শনের গােড়া থেকে। কিন্তু আজো সঠিকভাবে জড়ের প্রকৃতি নির্ণীত হয়নি। সভ্যতার অগ্রগতি এবং জটিলতর বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে জড় সমস্যাও যেন নতুনরূপে আবির্ভূত হচ্ছে। দর্শনের তত্ত্ববিদ্যা শাখায় জড় সম্পর্কিত আলােচনা করা হয়েছে।

সত্তাদৰ্শন / পরমসত্তা /তত্ত্ববিদ্যার সংজ্ঞাঃ সত্তাদৰ্শন দর্শনের এমন একটি শাখা যেখানের মূল উপাদান বা সত্তার ও সংখ্যা সম্পর্কীয় বিষয়ের আলােচনা করা হয়ে থাকে। অর্থাৎ জগতের মূল উপাদান বা সত্তার স্বরূপ ও সংখ্যা নিয়ে যে দর্শন আলােচনা করে, তাকেই সত্তাদৰ্শন বলা হয়। তা ছাড়া এ শাস্ত্র বস্তুজগতের পেছনের সত্য অর্থাৎ বস্তু জগত যে এক অপরিবর্তনীয় সত্যের প্রকাশ তা জানার চেষ্টা করে, তাই একে তত্ত্ববিদ্যা বা পরমসত্তার বিদ্যা নামে আখ্যায়িত করা হয়। তত্ত্ববিদ্যা বস্তুর অপরিবর্তনীয় সত্তার পাঠ। সাধারণভাবে তত্ত্ববিদ্যায় জড় প্রাণ, মন, পরম সত্তা ইত্যাদি প্রত্যক্ষণ অযােগ্য বিষয়গুলাে নিয়ে আলােচনা করা হয়। তত্ত্ববিদ্যাকে দর্শনের প্রাণস্পন্দন বলা হয়। জার্মান দার্শনিক উলফ প্রথম “তত্ত্ববিদ্যা” শব্দটি ব্যবহার করে তত্ত্ববিদ্যার ইংরেজি প্রতিশব্দ ontology। এটা গ্রিক শব্দ ontos ও logos থেকে এসেছে। যাদের অর্থ সত্তা (ontos) এবং বিজ্ঞান (logos) নামকরণ বা উৎপত্তিগত দিক থেকেই অনুধাবন করা যায় যে, তত্ত্ববিদ্যা হলাে সত্তা সম্পর্কিত বিজ্ঞান।

“সত্তা” শব্দটির ব্যবহারঃ এই সত্তা কথাটি বিভিন্ন অর্থে ব্যবহৃত হলেও প্রধানত দুটি অর্থে একে বুঝা যেতে পারে। এক অর্থে, সত্তা হলাে জগতের মূল বা আদি উপাদান। অর্থাৎ এখানে সত্তা বলতে মূলত বাস্তব সত্তাকে বােঝানাে হয়। দ্বিতীয় অর্থে, সষ্টির মূল আধার বা উৎসকে সত্তা বলা হয়। অর্থাৎ এখানে সত্তা বলতে পরম সত্তাকে নির্দেশ করছে। বিভিন্ন দার্শনিক বিভিন্ন যুগে বিভিন্ন আদি বা পরমসত্তার কথা বলেন। যেমনঃ অন, থেলিস-এর মতে পানি, অ্যানাক্সিগােরাসের মতে, বায়ুকে জগতের আদি সত্তা বলা হয়। বস্তুত, জাগতিক বিষয়বলির মূল উৎসই হচ্ছে পরমসত্য।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে আদিসত্তা বা পরমসত্তাকে কেন্দ্র করে যে আলােচনা শুরু হয়, তার সূত্র ধরেই গড়ে ওঠেছে সত্তা সম্পর্কিত বিভিন্ন আলােচনা। মূলত তত্তবিদ্যা বা সত্তা হলাে দর্শনের এমন একটি শাখা যেখানে সত্তা, সত্তার স্বরূপ, সত্তার লক্ষণ, জগতের সাথে সত্তার সম্পর্ক ইত্যাদি নিয়ে বিস্তারিত আলােচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক