এরিস্টটলের আইনের শাসন বলতে কী বুঝ?


প্রশ্নঃ আইনের শাসন বলতে কী বুঝ?
অথবা, এরিস্টটলের আইনের শাসন বলতে কী বুঝ?

ভূমিকাঃ গ্রীক দর্শন ও সংস্কৃতির অত্যুজ্জ্বল নক্ষত্র এরিস্টটল। সারাবিশ্বের জ্ঞানীদের গুরু ও রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে যিনি খ্যাতি অর্জন করেছেন তিনি হলেন শিক্ষাগুরু এরিস্টটল। প্লেটোর দর্শনে তিনি যথেষ্ট প্রভাবিত হন। তথাপিও তিনি প্লেটোর মতবাদ থেকে অনেক ক্ষেত্রে ভিন্নতর পরিচয় দেন। দর্শনের বিভিন্ন শাখায় ছিল তার অবাধ বিচরণ। রাষ্ট্র বিজ্ঞানের ক্ষেত্রে তার দান অপরিসীম।

আইনের শাসন কীঃ গ্রীক দার্শনিক এরিস্টটলের আইনের শাসন আলােচনার পূর্বে আইনের শাসন সম্পর্কে সম্যক ধারণা আবশ্যক। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইনের শাসন বলতে মূলত আইনের প্রাধান্যকে বুঝায়। আরও স্পষ্ট করে বলা যায় যে, রাষ্ট্র বিজ্ঞানের ভাষায় আইনের শাসন বলতে এমন এক শাসনব্যবস্থাকে বুঝায়, যেখানে শাসকের ইচ্ছাকে উপেক্ষা করে সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়।

এরিস্টটলের আইনের শাসনঃ এরিস্টটল তার বিখ্যাত গ্রন্থ The Politics-অত্যন্ত গুরুত্ব সহকারে আইনের শাসন সম্পর্কে আলােচনা করেন। তিনি তার আদর্শ রাষ্ট্রের আলােচনায় কোনাে ব্যক্তি বা ব্যক্তিমণ্ডলীকে গুরুত্ব দেয়ার পরিবর্তে আইনের ওপর গুরুত্ব বেশি আরােপ করেছেন। এরিস্টটল যে আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছেন তার ভিত্তি স্বর্গলােকে প্রতিষ্ঠিত ছিল না, বরং তা প্রতিষ্ঠিত ছিল বাস্তবতার নির্মম সত্যে। এই কারণে তার নিকট আইনের সার্বভৌমত্ব কোন দূর্ভাগ্যজনক ব্যাপার হিসেবে প্রতিভাত না হয়ে প্রতিভাত হয়েছিল আদর্শ রাষ্ট্রের অপরিহার্য পূর্বশর্ত হিসাবে। এরিস্টটলের মতানুসারে, একজন শাসক ব্যক্তি হিসেবে যতই জ্ঞানী বা গুণী হােন না কেন আইনকে বাদ দিয়ে তার পক্ষে শাসন করা সম্ভব নয়। কারণ আইনই একমাত্র জিনিস যা নৈর্ব্যক্তিক গুণের অধিকারী।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, আইনের শাসন বলতে মূলত আইনের প্রাধান্যকে বুঝায়। আরও স্পষ্ট করে বলা যায় যে রাষ্ট্র বিজ্ঞানের ভাষায় আইনের শাসন বলতে এমন এক শাসনব্যবস্থাকে বুঝায়, যেখানে শাসকের ইচ্ছাকে উপেক্ষা করে সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক