জাতীয়তাবাদ সভ্যতার প্রতি একটি হুমকি- ইহা কী সত্য?


প্রশ্নঃ জাতীয়তাবাদ সভ্যতার প্রতি একটি হুমকি- ইহা কী সত্য?
অথবা, তুমি কী মনে কর যে জাতীয়তাবাদ বিশ্বসভ্যতার প্রতি হুমকিস্বরূপ? যুক্তি দাও।

ভূমিকাঃ জাতীয়তাবাদ রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম আলােচ্য বিষয়। বিশ্ব রাজনীতির ইতিহাসে জাতি, ও জাতীয়তাবাদ একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা করেছে। জাতীয়তাবাদ বর্তমানে বিশ্ব রাজনীতির প্রধান চালিকাশক্তি। যার ফলে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্যায়ে ঔপনিবেশিক অঞ্চলগুলাে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে নতুন নতুন রাষ্ট্র গঠন করেছে।

জাতীয়তাবাদকি সভ্যতার প্রতি হুমকিঃ জাতীয়তাবাদ মানব সভ্যতার প্রতি হুমকি কিনা সে সম্পর্কে মন্তব্য করার পূর্বে আমাদের আদর্শ ও বিকৃত জাতীয়তাবাদের রূপ ও প্রতিফলন কী সে সম্পর্কে জানতে হবে।

আদর্শ বা প্রকৃত জাতীয়তাবাদঃ আদর্শ বা প্রকৃত জাতীয়তাবাদ নিম্নে আলােচনা করা হলাে-

(১) দেশপ্রেম সৃষ্টি করেঃ আদর্শ জাতীয়তাবাদ দেশে বসবাসকারী জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করে। এরূপ জাতীয়তাবাদী চেতনা মানবসমাজে শান্তি বয়ে আনে।

(২) বিশ্বশান্তি প্রতিষ্ঠাঃ আদর্শ জাতীয়তাবাদ বিশ্বশান্তি প্রতিষ্ঠার সহায়ক। আদর্শ জাতীয়তাবাদ মানুষের মধ্যে স্বদেশের প্রতি মায়া সৃষ্টি করে দেয় যা বিশ্বশান্তির জন্য খুবই সহায়ক।

(৩) গণতন্ত্র প্রতিষ্ঠায়ঃ পৃথিবীর নব্য স্বাধীন দেশগুলােতে গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয়তাবাদ উল্লেখযােগ্য ভূমিকা পালন করেছে। জাতীয়তাবাদী চেতনার ফলে দেশের মানুষ তাদের নিজেদের পছন্দমত সরকার নির্বাচনের সুযােগ পায়।

(৪) প্রতিযােগিতা সৃষ্টিঃ আদর্শ জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সুষ্ঠু প্রতিযােগিতা সৃষ্টির মাধ্যমে মানব সমাজকে উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে নেয়।

(৫) ঐক্যের সৃষ্টি করেঃ আদর্শ জাতীয়তাবাদ মানুষে মানুষে ঐক্যের বােধ সৃষ্টি করে এবং ঐ জনসমাজকে আদর্শ ও আত্মপ্রত্যয় শিক্ষা দেয় এবং সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে ঐক্যবদ্ধ হওয়ার নীতি শিক্ষা দেয়।

জাতীয়তাবাদ সভ্যতার প্রতি একটি হুমকি কিনাঃ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বুঝা যায় জাতীয়তাবাদ সভ্যতার প্রতি কোন ভাবেই হুমকি নয়। 

পরিশেষঃ জাতীয়তাবাদ মানুষে মানুষে ভ্রাতৃত্ব, ভালােবাসা তৈরি, পারস্পরিক সম্প্রীতি ও বিশ্বশান্তিতে সহায়তা করে। কিন্তু উগ্র বা বিকৃত জাতীয়তাবাদ জাতিতে জাতিতে কলহ-বিবাদ সৃষ্টি করে। তাদের নিজেদের মধ্যে অহংবােধ এবং অপরের প্রতি হিংসাত্মক মনােভাব জাগিয়ে তােলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক