অথবা, আন্তর্জাতিকবাদ বলতে কী বুঝ?
ভূমিকাঃ আন্তর্জাতিকবাদ রাষ্ট্রবিজ্ঞানের একটি অন্যতম আলােচ্য বিষয়। আন্তর্জাতিকবাদ এক মহান আদর্শ। আন্তর্জাতিকবাদ বিশ্বায়নের ধারাকে আরও সম্প্রসারিত করেছে। আন্তর্জাতিকবাদ বিভিন্ন জাতির মধ্যে বিরােধ, সন্দেহ, বিদ্বেষ এবং ঘৃণার পরিবেশ দূরীকরণে বদ্ধপরিকর এবং রাষ্ট্রগুলাের মধ্যে সম্প্রতি গড়ে তােলায় সচেষ্ট।
আন্তর্জাতিকবাদঃ আন্তর্জাতিকবাদ বলতে সকল জাতির মধ্যে সহযােগিতার নীতি বিশেষত, আন্তর্জাতিক ক্ষেত্রে নিবিড় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তােলার নীতিকে বুঝায়। সমমর্যাদার ভিত্তিতে সকল জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন এবং জাতীয় বৈশিষ্ট্যগুলাে বিসর্জন না দিয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার সংরক্ষণ ও সর্বপ্রকার বিশ্বস্বার্থের খাতিরে সহযােগিতার দ্বারা বিশ্বশান্তি প্রতিষ্ঠা সম্ভবপর, এ মতবাদ বিশ্বাসই আন্তর্জাতিকবাদ।
আন্তর্জাতিকবাদের প্রামাণ্য সংজ্ঞাঃ অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ-এর মতে, “আন্তর্জাতিকবাদ বলতে আমরা জনসাধারণের সে ধরনের মানসিকতা ও চেতনাকে বুঝি যা জাতীয়তাবাদের ঊর্ধ্বে বিশ্বের সকল জাতি ও সম্প্রদায়ের বিশ্বজনীন স্বার্থের সাথে একাত্মতা প্রকাশ করে।”
অধ্যাপক গােল্ড স্মিথ-এর মতে, “আন্তর্জাতিকতা এক বিশেষ ধরনের অনুভূতি যাতে ব্যক্তি নিজেকে শুধু স্ব-স্ব রাষ্ট্রের সদস্য মনে না করে বরং নিজেকে সমগ্র বিশ্বের একজন নাগরিক হিসাবে মনে করে।
জাতীয়তাবাদের মতাে আন্তর্জাতিকবাদ একটি মানসিক ধারণা যা বিশ্বের রাষ্ট্রগুলােকে শান্তি ও সমৃদ্ধির পথ দেখায়।
পরিশেষঃ পরিশেষে বলা যায়, আন্তর্জাতিকবাদ বলতে এমন মানসিক একাত্মতা ও চেতনাকে বুঝায় যা জাতীয়তাবাদের উর্ধ্বে এবং বিশ্বের সকল জাতিকে ঐক্যবদ্ধ করে। বর্তমানে আমরা যে জাতিসংঘকে দেখি তা মূলত আন্তর্জাতিকাদের আদর্শকে কার্যকরী করতে উদ্যোগী হয়েছে।
0 মন্তব্যসমূহ