ভূমিকাঃ মহান দার্শনিক এরিস্টটলের রাষ্ট্রচিন্তার অন্যতম অবদান হলাে তার বিপ্লবতত্ত্ব। বিপ্লব সম্পর্কে আলােচনা তার 'The Politics’ গ্রন্থে এক বিশিষ্ট স্থান দখল করে আছে।
বিপ্লবের মনস্তাত্ত্বিক কারণঃ নিম্নে এরিস্টটলের মতে বিপ্লবের মানস্তাত্ত্বিক কারণ উল্লেখ করা হলাে-
(১) বিপ্লব সংগঠনের পেছনে অসন্তোষ একটি গুরুত্বপূর্ণ কারণ।
(২) ন্যায়বিচারের ধারণাগত ভিন্নতা একটি অন্যতম কারণ।
(৩) কিছু মানুষ নিজেদের শ্রেষ্ঠ মনে করে এবং সেভাবে অধিকার আদায়ে প্রবৃত্ত হয়। তাদের দাবি আদায়ের প্রতি দৃঢ় থাকে এবং বিপ্লব সংগঠনে আগ্রহী হয়।
(৪) মুনাফা ও সম্মান লাভের আকাঙ্ক্ষা বিপ্লবের বিশেষ কারণ।
(৫) সম্মান ও অসম্মানজনক অবস্থার কারণেও বিপ্লব হতে পারে। যে সমাজে সৎলােক সম্মান পাচ্ছে না অথচ দুর্নীতিবাজরা সম্মান পাচ্ছে, সেই সমাজে বিপ্লব হতে পারে।
পরিশেষঃ পরিশেষে বলা যায়, এরিস্টটলের মতে বিপ্লবের অন্যতম কারণ মনস্তাত্ত্বিক এবং তিনি এই কারণের ওপর অধিক গুরুত্ব আরােপ করেছেন। সমাজে বিদ্যমান নানা বৈষম্যের কারণে মানুষ নিজেকে বঞ্চিত মনে করে এবং বিপ্লব ঘটায়।
0 মন্তব্যসমূহ