অথবা, Microeconomics এবং Macroeconomics কী?
ভূমিকাঃ অর্থনীতি বিষয় বিভিন্ন শাখায় বিভক্ত। বিভিন্ন শাখা অর্থনীতি বিষয়ের ভিন্ন ভিন্ন দিক নিয়ে আলােচনা করে। অর্থনীতি বিষয়ের প্রধান দুটি শাখা হলাে: (১) ব্যষ্টিক অর্থনীতি (২) সমষ্টিক অর্থনীতি।
ব্যষ্টিক অর্থনীতি (Microeconomics): Micro শব্দটির বাংলা হলাে ব্যষ্টিক। Micro শব্দটি গ্রীক শব্দ Mikros থেকে এসেছে। যার অর্থ হলাে ক্ষুদ্র। ব্যষ্টিক অর্থনীতির পরিধি ক্ষুদ্র। অর্থনীতির যে শাখায় ব্যক্তি, পরিবার বা ফার্মের সিদ্ধান্ত নিয়ে আলােচনা করা হয় এবং এসব আচরণ বা সিদ্ধান্ত কিভাবে বাজারে মিথস্ক্রিয়া ঘটায় তা দেখায়, সেই শাখাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তি বা ফার্মের উৎপাদন, ভােগ, দাম, মূল্য, মজুরি ইত্যাদি চলকসমূহ আলােচিত হয়। ব্যষ্টিক অর্থনীতি পরিবার বা ফার্মের স্বতন্ত্র সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। যেমন- কোন ফার্ম বা ব্যক্তি কর্তৃক উৎপাদিত দ্রব্য বা সেবার দাম এবং ঐ ফার্মে নিয়ােজিত শ্রমিকদের মজুরি কিভাবে নির্ধারিত হবে তা ব্যষ্টিক অর্থনীতি আলােচনা করে।
সমষ্টিক অর্থনীতি (Macroeconomics): সমষ্টিক বা ইংরেজি শব্দ Macro এর অর্থ বৃহৎ বা সামগ্রিক। যা গ্রীক শব্দ Makros থেকে এসেছে। সমষ্টিক অর্থনীতি সমগ্র অর্থনীতি তথা জাতীয় ও বিশ্ব অর্থনীতি নিয়ে আলােচনা করে। যেমন কিভাবে অর্থনীতির সামগ্রিক প্রবৃদ্ধি উঠানামা করে। সমষ্টিক অর্থনীতি তা আলােচনা করে। সমষ্টিক অর্থনীতি অর্থনৈতিক চলকগুলােকে সার্বিক অর্থনীতির আলােকে বিশ্লেষণ করে। সমষ্টিক অর্থনীতিতে জাতীয় আয়, ভােগস্তর, মূল্যস্তর, মজুরি স্তর, বেকারত্বের হার, মূল্যস্ফীতি, নিয়ােগস্তর, বাজেট ইত্যাদি চলকসমূহ আলােচিত হয়। যেমন- সরকারি বাজেট বা কর জনগণের আয় কিংবা দামস্তরকে কিভাবে প্রভাবিত করে তা সমষ্টিক অর্থনীতিতে আলােচিত হয়।
পরিশেষঃ পরিশেষে বলা যায়, সমষ্টিক অর্থনীতি সমগ্র অর্থনীতি নিয়ে আলােচনা করে। অন্যদিকে ব্যষ্টিক অর্থনীতি ব্যক্তি বা ফার্মের উৎপাদন, ভােগ, দাম, মূল্য, মজুরি ইত্যাদি চলকসমূহ আলােচনা করে।
0 মন্তব্যসমূহ