ব্যষ্টিক অর্থনীতি ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী?


প্রশ্নঃ ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী?

অথবা, What is Differences Between Microeconomics & Macroeconomics?

উত্তরঃ ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যসমূহ নিচে আলােচনা করা হলাে-


পার্থক্যের বিষয়

ব্যষ্টিক অর্থনীতি

সমষ্টিক অর্থনীতি

সংজ্ঞা

অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি, পরিবার ও ফার্মের আচরণ বিশ্লেষণ করা হয় তা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। 

অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতির (জাতীয় ও আন্তর্জাতিক) আচরণ বিশ্লেষণ করা হয় তা হচ্ছে সমষ্টিক অর্থনীতি।

পরিধি

অর্থনীতির এক একটি নির্দিষ্ট অংশ ব্যষ্টিক অর্থনীতির আওতার মধ্যে পড়ে।

সমগ্র অর্থনীতি সমষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। 

গুরুত্ব

ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির চলকসমূহ নির্দিষ্ট বা সীমাবদ্ধ পরিধির আলােকে বিশ্লেষণ করা হয় যথা: উৎপাদনের উপকরণসমূহ (ভূমি, শ্রম, মূলধন, সংগঠন) এর দাম, কোন ব্যক্তি বা ফার্মের উৎপাদন ইত্যাদি। 

সমষ্টিক অর্থনীতিতে সমগ্র অর্থনীতির আলােকে চলকসমূহ ব্যাখ্যা করা হয়। যথা: নিয়ােগস্তর, দামস্তর, দারিদ্রতা, মূল্যস্ফীতি, সরকারের অর্থ সংক্রান্ত নীতি ইত্যাদি। 

অর্থনৈতিক অবস্থা

ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় না। 

সমষ্টিক অর্থনীতির দ্বারা একটি দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা জানা যায়।


পরিশেষঃ সবশেষে বলা যায় যে, ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য থাকলেও এরা পস্পরবিরােধী নয়, বরং পরস্পরের পরিপূরক। ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি একই মুদ্রার দুটি পিঠ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক