প্রশ্নঃ ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য কী?অথবা, What is Differences Between Microeconomics & Macroeconomics?
উত্তরঃ ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্যসমূহ নিচে আলােচনা করা হলাে-
পার্থক্যের বিষয় | ব্যষ্টিক অর্থনীতি | সমষ্টিক অর্থনীতি |
সংজ্ঞা | অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি, পরিবার ও ফার্মের আচরণ বিশ্লেষণ করা হয় তা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি। | অর্থনীতির যে শাখায় সমগ্র অর্থনীতির (জাতীয় ও আন্তর্জাতিক) আচরণ বিশ্লেষণ করা হয় তা হচ্ছে সমষ্টিক অর্থনীতি। |
পরিধি | অর্থনীতির এক একটি নির্দিষ্ট অংশ ব্যষ্টিক অর্থনীতির আওতার মধ্যে পড়ে। | সমগ্র অর্থনীতি সমষ্টিক অর্থনীতির আওতাভুক্ত। |
গুরুত্ব | ব্যষ্টিক অর্থনীতিতে অর্থনীতির চলকসমূহ নির্দিষ্ট বা সীমাবদ্ধ পরিধির আলােকে বিশ্লেষণ করা হয় যথা: উৎপাদনের উপকরণসমূহ (ভূমি, শ্রম, মূলধন, সংগঠন) এর দাম, কোন ব্যক্তি বা ফার্মের উৎপাদন ইত্যাদি। | সমষ্টিক অর্থনীতিতে সমগ্র অর্থনীতির আলােকে চলকসমূহ ব্যাখ্যা করা হয়। যথা: নিয়ােগস্তর, দামস্তর, দারিদ্রতা, মূল্যস্ফীতি, সরকারের অর্থ সংক্রান্ত নীতি ইত্যাদি। |
অর্থনৈতিক অবস্থা | ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে একটি দেশের পূর্ণাঙ্গ অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় না। | সমষ্টিক অর্থনীতির দ্বারা একটি দেশের সামগ্রিক অর্থনীতির অবস্থা জানা যায়। |
পরিশেষঃ সবশেষে বলা যায় যে, ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য থাকলেও এরা পস্পরবিরােধী নয়, বরং পরস্পরের পরিপূরক। ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতি একই মুদ্রার দুটি পিঠ।
0 মন্তব্যসমূহ