শাসন বিভাগ কাকে বলে?


প্রশ্নঃ শাসন বিভাগের সংজ্ঞা দাও।
অথব, শাসন বিভাগ কাকে বলে?
অথবা, শাসন বিভাগ বলতে কী বুঝ?
অথবা, শাসন বিভাগ কী?

ভূমিকাঃ আধুনিক রাষ্ট্রে সরকারের যাবতীয় কার্যাবলি তিনটি বিভাগের মাধ্যমে সম্পাদিত হয়। তার মধ্যে শাসন বিভাগ অন্যতম। বর্তমানে শাসন বিভাগ শাসন সংক্রান্ত কাজ ছাড়াও বহুবিধ কার্যসম্পাদন করে থাকে। নিম্নে শাসন বিভাগ সম্পর্কে আলােচনা করা হলাে-

শাসন বিভাগঃ সাধারণভাবে বলা যায়, যে বিভাগ সরকারের শাসন সংক্রান্ত কাজ করে তাকে শাসন বিভাগ বলে। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে শাসন বিভাগের সংজ্ঞা দিয়েছেন।

ডুভারজার এর মতে, “আইনসভা ও বিচার বিভাগ ব্যতীত সরাসরি কাজে নিয়ােজিত সব কর্মকর্তাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত।”

প্রফেসর বার্কার বলেন, “শাসন বিভাগ হলাে আইন বিভাগ ও বিচার বিভাগ ব্যতীত সরকারি কাজে নিযুক্ত সকল কর্মচারীদের সমন্বয়ে গঠিত।”

অধ্যাপক ফাইনার বলেন, “শাসন সংক্রান্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির সমন্বয়ে শাসন বিভাগ গঠিত।”

ম্যাকাইভার বলেন, “শাসন বিভাগ হলাে শাসনব্যবস্থার নীতি ও কার্যক্রম নির্ধারণে নিয়ােজিত শীর্ষস্থানীয় ব্যক্তি বা ব্যক্তিবর্গ।”

উপসংহারঃ পরিশেষে আমরা বলতে পারি, শাসন বিভাগ হলাে যে বিভাগ আইন ও বিচার বিভাগের কাজ ব্যতীত সরকারের অন্যসব কাজ সম্পাদন করে তাকে শাসন বিভাগ বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক