উপযােগবাদ বলতে কি বুঝ?


প্রশ্নঃ উপযােগবাদ বলতে কি বুঝ?
অথবা, উপযােগবাদ কী? 
অথবা, মিল এর উপযোগবাদ কী? 

ভূমিকাঃ নৈতিকতার মানদণ্ড হিসেবে সুখবাদের গুরুত্ব অনেক। সুখবাদ অনুসারে মানুষের একমাত্র লক্ষ্য হলো সুখ কামনা করা। সুখই নৈতিকতার এক মাত্র মানদণ্ড। উপযােগবদি হলাে সুখবাদেরই একটি শ্রেণিবিন্যাস। উপযােগবাদের প্রতিষ্ঠাতা হলেন জেরেমি বেন্থামও জস্টুয়ার্ট মিল।

মিল এর উপযোগবাদঃ জন স্টুয়ার্ট মিল হলেন উপযােগবাদের প্রতিষ্ঠাতা। তিনি মনস্তাত্ত্বিক সুখবাদ থেকে সর্ববাদী সুখবাদ বা উপযোগবাদের কথা বলেন। তার মতে, “কোনাে বস্তুকে কামনা করা ও তাকে সুখদায়ক হিসেবে পাওয়া, কোনো বস্তুকে অপছন্দ করা ও তাকে দুঃখদায়ক বলে মনে করা সম্পূর্ণরূপে অবিচ্ছেদ্য ঘটনা, বরং তারা একই মনস্তাত্ত্বিক ঘটনার দুটি অংশ। যথার্থ ভাষায় বলা যায়, তারা একই মনস্তাত্ত্বিক ঘটনার দুটি ভিন্ন নামকরণ মাত্র। মিলের মতে, মানুষ সব সময় সুখ কামনা করে এবং সুখই মানব কামনার একমাত্র উদ্দেশ্য। মানব ক্রিয়ার একমাত্র উদ্দেশ্য হলো সুখ বা শান্তি। মিল এখানে সুখও শান্তিকে একই অর্থে ব্যবহার করেন। তিনি শান্তি বলতে সুখের উপস্থিতি ও দুঃখের অনুপস্থিতিকে বােঝেন। তিনি নৈতিক সুখবাদকে সমর্থন করে বলেন যে, আমরা সুখ কামনা করি এবং এতেই প্রমাণিত হয় যে, সুখ ‘কামনার যােগ্য’ বা কাম্য বস্তু। তার মতে, মানুষের নিছক নিজের সুখ মানুষের নৈতিক আদর্শ নয়। মিল সুখবাদের গুণগত ও পরিমাণগত বৈশিষ্ট্যকে স্বীকার করে নিয়েছেন।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, উপযােগবাদ সর্বাধিক পরিমাণ লােকের জন্য সর্বাধিক সুখ কামনা করে। মিল সুখের গুণগত পার্থক্যকে স্বীকার করেন বলে তার মতবাদকে সূক্ষ্ম বা মার্জিত পরার্থবাদী বা সৰ্বাদী সুখবাদ বলা হয়ে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক