অথবা, বাংলাদেশের পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্য আলোচনা কর।
ভূমিকাঃ সামাজিক জীবনে নেতৃত্ব একটি পরিচিত ও বহুল ব্যবহৃত শব্দ। বিভিন্ন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব সৃষ্টিকারী আচরণ পরিলক্ষিত হয়। এককথায় দুই বা ততােধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলে একজন নেতার ভূমিকায় থাকেন যার আচরণ ও ক্রিয়াকলাপ অন্যের ওপর প্রভাব বিস্তার করে।
বাংলাদেশের পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্যঃ নিম্নে পরিবর্তনশীল গ্রামীণ নেতৃত্বের বৈশিষ্ট্যগুলাে আলােচনা করা হলাে-
(১) বংশ মর্যাদাঃ বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বে বংশ মর্যাদা এক বিরাট স্থান জুড়ে আছে। সমাজে যারা বংশ মর্যাদায় শ্রেষ্ঠ তারাই সামাজিক নেতৃত্ব দিয়ে থাকে। যদিও বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বর্তমানে বংশ মর্যাদা খুব একটা প্রভাব ফেলে না, তবুও ঐতিহ্যগতভাবে বংশ মর্যাদা বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য।
(২) ভূমি মালিকানাঃ গ্রামীণ সমাজে যিনি সবচেয়ে বেশি ভূমির মালিক, তিনিই নেতৃত্ব দিয়ে থাকেন। বৃহৎ ভূমি মালিকের নিয়ন্ত্রণে অনেক বর্গাচাষী এবং দিনমজুর কাজ করে এবং তিনি তাদেরকে নিয়ন্ত্রণ করে থাকেন। তাই গ্রামীণ নেতৃত্বের ক্ষেত্রে ভূমি মালিকানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(৩) তরুণ নেতৃত্বঃ বাংলাদেশের গ্রামীণ সমাজে বর্তমানে তরুণ নেতৃত্বের প্রভাব দেখা যাচ্ছে। এখনকার তরুণ সমাজ শিক্ষিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় নেতা হিসেবে আত্ম প্রকাশ করছে। তরুণ সমাজের অনেকেই। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা সদস্য নির্বাচিত হয়ে গ্রামীণ নেতৃত্ব পরিচালনা করছে।
(৪) বয়ােজ্যেষ্ঠতাঃ গ্রামীণ সমাজের নেতৃত্বের ক্ষেত্রে বয়স গুরুত্বপূর্ণ উপাদান। গ্রামের বয়ােজ্যেষ্ঠ লােকদের হাতে নেতৃত্ব থাকে। বিশেষ করে গ্রামের বয়স্ক ব্যক্তিটি যদি সম্পদশালী হন, তাহলে নেতৃত্বের ক্ষেত্রে তার যথেষ্ট প্রাধান্য থাকে। অদ্যাবধি গ্রামীণ সমাজের মানুষ বয়স্ক ব্যক্তিদের কথা শােনে এবং তাদের সিদ্ধান্ত মেনে নেয়।
(৫) নারী নেতৃত্বঃ বাংলাদেশের গ্রামীণ সমাজে বর্তমানে পুরুষের পাশাপাশি মহিলারাও নেতৃত্বে এগিয়ে এসেছেন। অনেক মহিলা এখন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মেম্বর, নির্বাচিত চেয়ারম্যান এবং সংসদ সদস্য হয়ে নেতৃত্ব প্রদান করছেন।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, স্বাধীনতাত্তর বাংলাদেশে গ্রামীণ নেতৃত্বের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সূচিত হয়েছে। বর্তমানে গ্রামীণ নেতৃত্ব ঐতিহ্যগতভাবে বংশ পরম্পরায় হস্তান্তরিত হচ্ছে না। শিক্ষা, অর্থ, প্রতিপত্তি, রাজনৈতিক দল, নির্বাচন ইত্যাদি গ্রামীণ নেত নির্ধারণ করে দিচ্ছে। গ্রামীণ নেতৃত্ব এখন একটা গতিশীল পর্যায়ে এসেছে এবং তার ঐতিহ্য হারিয়ে শােষণের রূপ নিচ্ছে।
0 মন্তব্যসমূহ