ব্যক্তির সামাজিকীকরণে পরিবারের ভূমিকা সংক্ষেপে বর্ণনা কর


প্রশ্নঃ ব্যক্তির সামাজিকীকরণে পরিবারের ভূমিকা সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, ব্যক্তির সামাজিকীকরণে পরিবারের ভূমিকা সংক্ষেপে আলােচনা কর।

ভূমিকাঃ সমাজের বসবাস উপযােগী উপাদানে পরিণত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়ে থাকে। সামাজিকীকরণ সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, তাই এটিকে Life long process বলে অভিহিত করা হয়ে থাকে। এই প্রক্রিয়া মানুষের ব্যক্তিত্বকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। মূলত সামাজিকীকরণ একটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া।

ব্যক্তির সামাজিকীকরণে পরিবারের ভূমিকাঃ সমাজবিজ্ঞানী Cooley-এর মতে, "Family is the only primary group and all others are secondary group." পরিবার ব্যক্তির সামাজিকীকরণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবারে শিশু জন্ম লাভ করে এবং সে পরিবারেই সে প্রতিপালিত হয়। সুতরাং ইন্দ্রিয়সর্বস্ব শিশুটিকে সমাজ অনুমােদিত ধারায় গড়ে তােলার দায়িত্ব সর্বপ্রথম পরিবারের উপর বর্তায়। অর্থাৎ শিশুর মনন ও আচরণকে প্রভাবিত করার সুযােগ পরিবারই প্রথম লাভ করে থাকে। পরিবারেই শিশু প্রথম তার আবেগীয় বন্ধন রচনা করে, ভাষা শেখে, সংস্কৃতি, রীতি, মূল্যবােধ আত্মীয়করণের (Internalization) শিক্ষাগ্রহণ করে। তা ছাড়া, শিশুর ব্যক্তিত্ব বিকাশেও পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা শিশুর পরবর্তী জীবনে গভীর প্রভাব ফেলে।

পরিবারের সামাজিকীকরণের ক্ষেত্রে দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্বরূপ হলাে এই যে, পরিবার কোনাে না কোনাে সামাজিক কাঠামোর মধ্যে অবস্থিত। আর প্রতিটি পরিবারে বৃহত্তর সমাজকাঠামাের প্রতিফলন ঘটে থাকে। ফলে জন্মলগ্ন থেকে শিশু তার পরিবারের মধ্যে উপ-সংস্কৃতির বিভিন্ন ধরণ যেমন- শ্রেণি, বর্ণ, স্বজাত্যবােধ, ধর্ম, এলাকা প্রভৃতি সম্বন্ধে ধারণা অর্জন করে, যার প্রত্যেকটি তার পরবর্তী সামাজিক সম্পর্ক ও সামাজিকীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, পিতা মাতার সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে, শিশুর মূল্যবােধ ও প্রত্যাশা নির্ণীত হয়ে থাকে। পরিবারের ঐতিহ্য ও সামাজিক অবস্থান কতটা প্রভাব ফেলে শিশুর ওপর তা আমরা দেখতে পাই, হিন্দু পরিবারের বিভিন্ন বর্ণ প্রথার মধ্যে বেড়ে ওঠা শিশুদের গতি-প্রকৃতি লক্ষ্য করলে। পরিবারস্থ লােকজনের সঙ্গে স্নেহ ও ভালােবাসার সম্পর্ক থাকায় তাদের পক্ষে শিশুকে প্রভাবিত করা অপেক্ষাকৃত সহজ। দৈহিক এবং মানসিক প্রয়ােজন চরিতার্থ করার জন্য শিশু নানাভাবে পরিবারের ওপর নির্ভরশীল।

উপযুক্ত আলােচনায় আমরা বুঝতে পারি যে, সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের অবদান খুবই গুরুত্বপূর্ণ। মূলত পরিবারই সামাজিকীকরণের ভিত্তি রচনা করে। যদিও বর্তমানে সর্বাধুনিক সমাজে সামাজিকীকরণের এ কাজটি সম্পন্ন করছে বিভিন্ন সরকারি ও বেসরকারি Child care home অথবা Day care center. তবুও পরিবারের গুরুত্ব কমে যায়নি।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, শিশু যে পরিবারে জন্মগ্রহণ করে, সেই পরিবারের পরম্পরিক অবস্থার সাথে যুক্ত হয়ে, নিজের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদন করে থাকে। ব্যক্তির এই সামাজিকীকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেবে খেলার সাথী, পরিবার, বিদ্যালয়, স্বীয় সমাজের সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামাজিক আলােচনায় এটা বলা যায় যে, ব্যক্তির সামাজিকীকরণে উপযুক্ত মাধ্যমগুলাে খুবই কার্যকর। এই মাধ্যম ব্যতিত ব্যক্তির সামাজিকীকরণ কখনই সম্ভব হতাে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক