রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের মধ্যে ৪টি পার্থক্য লিখ


প্রশ্নঃ রাষ্ট্রপতি শাসিত সরকার ও সংসদীয় সরকারের মধ্যে ৪টি পার্থক্য লিখ।
অথবা, রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ শাসিত প্রকারের মধ্যে চারটি পার্থক্য লিখ।

ভূমিকাঃ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের আধুনিক সরকার ব্যবস্থার দুটি রূপ। আইনবিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে সরকারকে এ রকম দু'ভাগে ভাগ করা হলেও উভয়ের মধ্যে বহুমুখী পার্থক্য বিদ্যমান।

রাষ্ট্রপতি শাসিত ও মন্ত্রিপরিষদ শাসিত সরকারের পার্থক্যঃ নিম্নে উভয় সরকারের পার্থক্য উপস্থাপন করা হলাে-

১. মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রধানমন্ত্রী প্রথমে জনগণের প্রত্যক্ষ ভােটে আইনসভার সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী হিসেবে নিয়ােগ লাভ করেন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভােটে নির্বাচিত হন।

২. রাষ্ট্রপতি শাসিত শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্র ও সরকার প্রধান কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান আর প্রধানমন্ত্রী সরকার প্রধান।

৩. মন্ত্রিপরিষদ শাসিত সরকারে প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় তাদের কাজকর্মের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে হয়। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার রাষ্ট্রপতিকে আইনসভার নিকট জবাবদিহি করতে হয় না।

৪. মন্ত্রিপরিষদ শাসিত সরকারে মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ প্রধানমন্ত্রীর সহকর্মী হিসেবে সমান মর্যাদা ভােগ করেন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার মন্ত্রিসভার সদস্যবৃন্দ রাষ্ট্রপতির আজ্ঞাবহ কর্মচারী মাত্র।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, রাষ্ট্রপতি শাসিত সরকার ও মন্ত্রিপরিষদ শাসিত সরকার গণতান্ত্রিক শাসনব্যবস্থার দুটি রূপ। আইন ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক প্রত্যাশা করলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার উত্তম হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক