আধুনিক রাষ্ট্রে আইনসভার ক্ষমতা ও কার্যাবলিগুলাে কী কী?


প্রশ্নঃ আধুনিক রাষ্ট্রে আইনসভার ক্ষমতা ও কার্যাবলিগুলাে কী কী?
অথবা, আধুনিক রাষ্ট্রে আইনসভা কী কী কার্যাবলি সম্পাদন করে?
অথবা, আধুনিক রাষ্ট্রে আইনসভার উল্লেখযােগ্য কার্যাবলি বর্ণনা কর।

ভূমিকাঃ আধুনিক সরকারের কার্যাবলি সম্পাদনে সরকারের তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের কাজের পরিধি বৃদ্ধির সাথে সাথে আইনসভারও কাজের মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাই আধুনিক কালে আইনসভা আইন প্রণয়ন ছাড়াও আরাে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে থাকে।

আইনসভার ক্ষমতা ও কার্যাবলিঃ নিম্নে আইনসভার ক্ষমতা ও কার্যাবলি আলােচনা করা হলাে-

১. আইন প্রণয়নঃ আইনসভার প্রধান কাজ হলাে আইন প্রণয়ন করা। জনগণের ইচ্ছা ও আশা-আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে আইনসভা নতুন আইন প্রণয়ন ও পুরাতন আইন বাতিল বা সংশােধন করে।

২. শাসন সংক্রান্ত কাজঃ শাসন বিভাগীয় অনেক কার্যাবলি আইনসভার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। সংসদীয় সরকার ব্যবস্থায় আইন সভা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে। শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট দায়ী থাকে।

৩. বিচার সংক্রান্ত কাজঃ আধুনিক কালে বিচার সংক্রান্ত কাজ সম্পাদনে আইনসভা ভূমিকা পালন করে। যেমন কোন কোন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মচারীদের বিচার করার ক্ষমতা আইনসভার হাতে থাকে।

৪. অর্থ সংক্রান্ত কাজঃ সকল প্রকার অর্থবিল আইনসভায় উত্থাপিত হয়। বাৎসরিক বাজেট আইনসভায় পাস হয়। আইনসভার বিভিন্ন কমিটির মাধ্যমে সরকারি অর্থ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে।

৫. অনুসন্ধানমূলক কাজঃ আইনসভার কিছু কিছু অনুসন্ধানমূলক কাজও রয়েছে। রাষ্ট্রপতি শাসিত ও সংসদীয় উভয় ব্যবস্থাতেই আইনসভা বিভিন্ন কমিটির মাধ্যমে এ কার্যসম্পাদন করে।

উপসংহারঃ আলােচনার শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, আইনসভা সরকারের আইন প্রণয়ন ছাড়াও যেসব কাজ করে থাকে তা ভালাে দিক তবে লক্ষ্য রাখতে হবে আইনসভার অন্যান্য কাজ করতে গিয়ে যেন অন্য বিভাগের উপর হস্তক্ষেপ না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক