ব্যক্তির সামাজিকীকরণে কৃষ্টির ভূমিকা সংক্ষেপে বর্ণনা কর


প্রশ্নঃ ব্যক্তির সামাজিকীকরণে কৃষ্টির ভূমিকা সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, ব্যক্তির সামাজিকীকরণে কৃষ্টির ভূমিকা কীরূপ?

ভূমিকাঃ সমাজের বসবাস উপযােগী উপাদানে পরিণত হওয়াকে সামাজিকীকরণ বলা হয়ে থাকে। সামাজিকীকরণ সমাজজীবনের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয়। এটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে, তাই এটিকে Life long process বলে অভিহিত করা হয়ে থাকে । এই প্রক্রিয়া মানুষের ব্যক্তিত্বকে সমাজজীবনে প্রতিষ্ঠিত করতে সহায়তা করে। মূলত সামাজিকীকরণ একটি সামাজিক শিক্ষণ প্রক্রিয়া।

ব্যক্তির সামাজিকীকরণে কৃষ্টির ভূমিকাঃ কৃষ্টি ও সংস্কৃতি শব্দটি অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়। স্বাভাবিক অর্থে আমাদের সমাজের আচার-আচরণ, মূল্যবােধ, নিয়ম-কানুন, রীতি-নীতি, প্রথা, বিধি-নিষেধ, কৃষ্টি হিসেবে বিবেচিত হয়ে থাকে। কৃষ্টি ব্যক্তির সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে ব্যক্তি তার নৈতিকতাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়।

পরিশেষঃ পরিশেষে বলা যায়,শিশু যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবারের পরস্পরিক অবস্থার সাথে যুক্ত হয়ে নিজের সামাজিকীকরণ প্রক্রিয়া সম্পাদন করে থাকে। ব্যক্তির এই সামাজিকীকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসেরে খেলার সাথী, পরিবার, বিদ্যালয়, স্বীয় সমাজের সংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক