যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের পার্থক্য কী?


প্রশ্নঃ যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের পার্থক্য কী?
অথবা, যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের পার্থক্য নির্ণয় কর।

ভূমিকাঃ দর্শনের বিভিন্ন সমস্যাবলির মধ্যে জগতের উৎপত্তিসম্পর্কিত তত্ত্ব প্রধান সমস্যা। জগতের উৎপত্তি সম্পর্কিত সমস্যা নিয়ে আলােচনা করতে গিয়েই বিবর্তনের ধারণাটি এসেছে। বিবর্তনবাদ এমন মতবাদ যার মাধ্যমে জগৎ ও অন্যান্য যাবতীয় প্রাণী ও বস্তু অভ্যন্তরীণ শক্তির সাহায্যে সহজ-সরল অবস্থা থেকে ক্রমপরিবর্তনের ধারায় বর্তমান জটিল অবস্থায় উপনীত হয়েছে। এই বিবর্তনবাদের বিভিন্ন রূপ লক্ষ্য করা যায়; যথা- (ক) যান্ত্রিক বিবর্তনবাদ, (খ) উদ্দেশ্য বা পরিণতিমূলক বিবর্তনবাদ,(গ) সৃজনমূলক বিবর্তনবাদ, (ঘ) উন্মেষমূলক বিবর্তনবাদ, (ঙ) পুনরাবৃত্তিমূলক বিবর্তনবাদ।

যান্ত্রিক ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের মধ্যে পার্থক্যঃ উপরের আলােচনায় দেখা যায় যে, যান্ত্রিক বিবর্তনবাদ ও উদ্দেশ্যমূলক বা পরিণতিমূলক বিবর্তনবাদের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। নিম্নে পার্থক্যগুলাে উল্লেখ করা হলাে-

(১) সমর্থনের ভিন্নতাঃ বিবর্তনবাদের ইতিহাস আলােচনা করলে দেখা যায় যে, জড়বাদী ও স্বভাববাদীরা যান্ত্রিক বিবর্তনবাদের সমর্থক। আর ভাববাদীরা পরিণতিমূলক বা উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের সমর্থক।

(২) জগৎ ব্যাখ্যায় মতের ভিন্নতাঃ যান্ত্রিক বিবর্তনবাদ অনুসারে পৃথিবী তার নির্জীব এবং চেতনাবস্তুসহ পরিবর্তনের মাঝে বিভিন্ন স্তর পেরিয়ে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। কিন্তু উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ অনুসারে যে বিবর্তনপ্রক্রিয়ার মাধ্যমে পৃথিবী এ বর্তমান অবস্থায় এসেছে তা এক উদ্দেশ্যমূলক ধারা ব্যতীত আর কিছুই নয়।

(৩) মন সম্পর্কিত ধারণার ভিন্নতাঃ জীববাদ ও রসায়নবিদদের মতে, পৃথিবীর সবকিছুই ভৌতিক ও রাসায়নিক ক্রিয়ার ফল। মন বলে কিছুই নেই। কিন্তু উদ্দেশ্যমূলক বিবর্তনবাদের সমর্থনকারীরা বলেন, সমগ্র জগতে এক আধ্যাত্মিক সত্তা বিরাজমান। তিনি জগতের ভিতরে ও বাইরে রয়েছেন। বস্তুজগৎ হচ্ছে এক চরম সত্তার বহিঃপ্রকাশ।

(৪) জগতের স্বরূপঃ যান্ত্রিক বিবর্তনবাদ অনুযায়ী জগতের বর্তমান রূপ হচ্ছে জড় ও গতির স্বাভাবিক বিবর্তনের ফল। কিন্তু উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ অনুযায়ী কোনাে এক বুদ্ধিময় চেতনশক্তি উদ্দেশ্য সাধনের নিমিত্তে বিবর্তন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করছে।

(৫) প্রকারভেদঃ যান্ত্রিক বিবর্তনবাদ দুই প্রকার, যথা- জড়জগৎ সম্পৰ্কীয় যান্ত্রিক বিবর্তনবাদ ও জীবজগৎ সম্পর্কীয় যান্ত্রিক বিবর্তনবাদ। অন্যদিকে উদ্দেশ্যমূলক বিবর্তনবাদও দুই প্রকার; যথা- বাহ্য উদ্দেশ্যবাদ এবং অন্তঃস্থিত উদ্দেশ্যবাদ।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, যান্ত্রিক বিবর্তনবাদ ও উদ্দেশ্যমূলক বিবর্তনবাদ মূলত দু'টি বিরােধী মতবাদ। তবে এ কথা সত্য যে, উদ্দেশ্যবাদ যান্ত্রিক এবং বৈজ্ঞানিক বিবর্তনবাদের সাথে মূলত কোনাে বিরােধিতা করে না। কিন্তু যান্ত্রিক বিবর্তনবাদ উদ্দেশ্যবাদকে অস্বীকার করে। কাজেই দু’টি মতের কোনােটিকেই এককভাবে গ্রহণ করা যায় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক