যন্ত্রবাদীদের সপক্ষে কয়েকটি যুক্তি দেখাও


প্রশ্নঃ যন্ত্রবাদীদের সপক্ষে কয়েকটি যুক্তি দেখাও।
অথবা, যন্ত্রবাদীদের সপক্ষে কয়েকটি যুক্তি তুলে ধর।

ভূমিকাঃ জাগতিক বস্তুর একটি বৈশিষ্ট্য হচ্ছে জড়। জাগতিক বস্তুর সকল পরিবর্তনের মাঝেও সব সময় যা অপরিবর্তনীয় থাকে, তাই জড়। জড়বাদী বা যন্ত্রবাদীদের মতে, জড় থেকেই বিশ্বের সকল বস্তু, মন, প্রাণ ইত্যাদির উৎপত্তি। প্রাণ বলতে আমরা একটি শক্তিকে বুঝি। এমন এক শক্তি যা জীবের বিভিন্ন অঙ্গের-প্রত্যঙ্গের বিকাশসাধন, ঐক্যস্থাপন, দেহের ক্ষয়-ক্ষতি পূরণদেহের সামঞ্জস্য বিধান, বংশবৃদ্ধি প্রভৃতি কার্য সম্পাদন করে থাকে। এই প্রাণের উৎপত্তি সম্পৰ্কীয় বিভিন্ন মতবাদ রয়েছে। তাদের মধ্যে যন্ত্রবাদ অন্যতম। এ মতের অনুসারীরা কিছু যুক্তির মাধ্যমে তাদের মতের সত্যতা প্রমাণের প্রয়াস চালান।

প্রাণের ব্যাখ্যায় জড়বাদীদের যুক্তিঃ প্রাণের ব্যাখ্যায় জড়বাদীদের যুক্তি নিম্নরূপ–

(১) প্রাণ রহস্যময় নয়ঃ জৈবিক ক্রিয়াকে যান্ত্রিক কার্যকারণের ভিত্তিতে ব্যাখ্যা করলেই প্রাণের যথার্থ ব্যাখ্যা দেওয়া সম্ভব। কেননা, প্রাণ অলৌকিক রহস্যময় কোনাে অতীন্দ্রিয় সত্তা নয় যে তা জড় প্রক্রিয়া থেকে ভিন্ন।

(২) যান্ত্রিক ব্যাখ্যা বিজ্ঞানসম্মতঃ যে সকল বিজ্ঞান যান্ত্রিক কার্যকারণের ভিত্তিতে তাদের বিষয়বস্তু ব্যাখ্যা করে তাদের উন্নতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই জীববিজ্ঞানকে ঐসব বিজ্ঞানের মত উন্নত হতে হলে যান্ত্রিক কার্যকারণের ওপর গুরুত্ব দিতে হবে।

(৩) যান্ত্রিক ব্যাখ্যার অগ্রগতিঃ কিছুদিন আগে যেসব জৈবিক ক্রিয়ার যান্ত্রিক ব্যাখ্যা সম্ভব ছিল না, বর্তমানে তার বিশেষ অগ্রগতি হয়েছে। সুতরাং ভবিষ্যতে সব জৈবিক ক্রিয়ার ব্যাখ্যাই যান্ত্রিকভাবে দেওয়া সম্ভব হতে পারে।

(৪) যান্ত্রিক ব্যাখ্যা সহজবােধ্যঃ যান্ত্রিক ব্যাখ্যার ফলে প্রাণ আমাদের কাছে সহজবােধ্য হয়। ভৌতিক ও রাসায়নিক প্রক্রিয়াগুলােকে পরীক্ষাগারে যেমন পরীক্ষা করা যায় তেমনি প্রাণকে ভৌতিক ও রাসায়নিক প্রক্রিয়ায় রূপান্তরিত করা গেলে প্রাণের ব্যাখ্যা সহজে বােধগম্য হবে।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, প্রাণ সম্পর্কিত যন্ত্রবাদীদের ব্যাখ্যা প্রাণ জড় থেকে উৎপন্ন হয়েছে। মূলত ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে প্রাণের ব্যাখ্যা করাই হলাে যন্ত্রবাদীদের মূল লক্ষ্য। তবে যন্ত্রবাদীদের সপক্ষে যুক্তিসমূহ একেবারে ত্রুটিমুক্ত নয়। তবে একইসাথে এ মতবাদ ও গুরুত্বের দাবি রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক