প্রশ্নঃ গণতান্ত্রিক নেতৃত্ব ও প্রভুত্ববাদী নেতৃত্বের মধ্যে পার্থক্য নির্দেশ কর।অথবা, গণতান্ত্রিক নেতা ও প্রভুত্বপরায়ণ নেতার মধ্যে পার্থক্য দেখাও।
ভূমিকাঃ সামাজিক জীবনে নেতৃত্ব একটি পরিচিত ও বহুল ব্যবহৃত শব্দ। বিভিন্ন সামাজিক সম্পর্কের ক্ষেত্রে নেতৃত্ব সৃষ্টিকারী আচরণ পরিলক্ষিত হয়। এককথায় দুই বা ততােধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলে একজন নেতার ভূমিকায় থাকেন যার আচরণ ও ক্রিয়াকলাপ অন্যের ওপর প্রভাব বিস্তার করে।
গণতান্ত্রিক ও প্রভুত্ববাদী নেতৃত্বের মধ্যে পার্থক্যঃ প্রভুত্বব্যঞ্জক নেতৃত্বের ক্ষেত্রে নেতা পরিকল্পনা গ্রহণের, কর্মপন্থী রচনার, পরিকল্পনাকে কার্যে রূপান্তরিত করার দলের লক্ষ্য, আদর্শকে বাস্তবে রূপ দেয়ার, শাস্তি ও পুরস্কার প্রদান করার চরম অধিকার লাভ করেন। বস্তুত তিনি হলেন গােষ্ঠীর সর্বেসর্বা, দলের জন্য তিনি অপরিহার্য।
গণতান্ত্রিক নেতৃত্ব ও প্রভুত্ববাদী নেতৃত্বের মধ্যে পার্থক্যঃ নিম্নে গণতান্ত্রিক নেতৃত্ব ও প্রভুত্ববাদী নেতৃত্বের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো-
গণতান্ত্রিক নেতত্ব | প্রভুত্বব্যঞ্জক নেতৃত্ব |
(১) গণতান্ত্রিক নেতারা প্রধানত সহনশীল হয়ে থাকেন এবং কোনাে কাজে তারা গোঁড়ামির প্রশ্রয় দেন না। | (১) প্রভুত্বব্যঞ্জক নেতারা সচেতন বা অচেতনভাবে খুবই গোড়া এবং চরমপন্থী কোনাে কিছুর সাথে তারা আপােষ করতে প্রস্তুত নয়। |
(২) গণতান্ত্রিক নেতারা কোনাে সমস্যা সমাধানে দলীয়। সদস্যদের সাথে সর্বদা সক্রিয় সহযােগিতা করে থাকেন। | (২) কোনাে উদ্ভূত সমস্যা সমাধানে প্রভুত্বব্যঞ্জক নেতারা দলীয় সদস্যদের সাথে সক্রিয়ভাবে খুব বেশি অংশগ্রহণ করে না। |
(৩) গণতান্ত্রিক নেতারা দলীয় সদস্যদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেন । | (৩) প্রভুত্বব্যঞ্জক নেতারা দলীয় কাঠামােতে মৌখিকতার। আশ্রয় গ্রহণ করে থাকে। |
(৪) গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে দলীয় লক্ষ্যই মুখ্য ভূমিকা পালন করে। | (৪) অন্যদিকে প্রভুত্বব্যঞ্জক নেতৃত্বে দলীয় লক্ষ্যের চেয়ে নেতার ব্যক্তিগত লক্ষ্যই মুখ্য হয়ে থাকে। |
(৫) গণতান্ত্রিক নেতৃত্বে প্রত্যেক সদস্য অংশগ্রহণ করতে পারে বলে দলীয় সদস্যদের মধ্যে সন্তুষ্টি থাকে। | (৫) প্রভুত্বব্যঞ্জক নেতৃত্বে সকল সদস্য অংশ গ্রহণ করতে পারে না বলে এক্ষেত্রে দলীয় সন্তুষ্টির মাত্রা অপেক্ষাকৃত কম। |
(৬) গণতান্ত্রিক নেতৃত্বে মতবিরােধের প্রতি সহনশীল। এবং কোনাে সমস্যা সমাধানের ক্ষেত্রে এরূপ নেতৃত্ব মতামত বিনিময়কে প্রাধান্য দিয়ে থাকে। | (৬) এ নেতত্ব মতবিরােধকে সমর্থন করে না, তাই এরূপ নেতৃত্বের অধীনে কোনাে সমস্যা সমাধানে মতামত বিনিময়ের সম্ভাবনা অত্যন্ত কম। |
পরিশেষঃ উপযুক্ত পার্থক্য থেকে দেখা যাচ্ছে যে, প্রভুত্ববাদী নেতৃত্বের চেয়ে গণতান্ত্রিক নেতৃত্বে সদস্যদের সন্তুষ্টি অপেক্ষাকৃত বেশি। উভয় ক্ষেত্রে ক্ষমতার কেন্দ্রবিন্দু নেতা কিন্তু নীতি নির্ধারণ হয় ভিন্ন প্রক্রিয়ায়।
0 মন্তব্যসমূহ