বিচার বিভাগ কী?


প্রশ্নঃ বিচার বিভাগ কী?
অথবা, বিচার বিভাগ বলতে কী বুঝ?
অথবা, বিচার বিভাগ কাকে বলে?
অথবা, বিচার বিভাগের সংজ্ঞা দাও।

ভূমিকাঃ মানুষের সুখস্বাচ্ছন্দ্য তার ব্যক্তিত্ব বিকাশের উপর নির্ভরশীল। ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য কতকগুলাে অধিকার ভােগ করা আবশ্যক। রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারগুলাে স্বীকার ও সংরক্ষণ করে। অধিকার সংরক্ষণের এ দায়িত্ব বস্তুতপক্ষে বিচার বিভাগই সম্পাদন করে। আইনের ব্যাখ্যা, বিবাদ বিসম্বাদের মীমাংসা, অধিকারগুলােকে বাস্তবে কার্যকর করা প্রভৃতি গুরুদায়িত্ব বিচার বিভাগকেই মীমাংসা করতে হয়। তাই বিচার বিভাগ ছাড়া সভ্য সমাজজীবনের কথা ভাবাই যায় না। প্রকৃতপক্ষে বিচার বিভাগকে বাদ দিয়ে রাষ্ট্রের অস্তিত্বের কথা কল্পনারও অতীত।

বিচার বিভাগঃ সাধারণভাবে বলা যায়, যে বিভাগ ব্যক্তিতে ব্যক্তিতে অথবা ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যে বিবাদ বাধলে অর মীমাংসা করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে তাকে বিচার বিভাগ বলা হয়।

প্রামাণ্য সজ্ঞাঃ বিচার বিভাগের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মনীষিগণ যেসব মন্তব্য করেছেন তা নিম্নে আলােচনা করা হলাে-

হেনরি সিজউইক (Prof. Henry Sidgwick) এর মতে, “বিচার বিভাগ হলাে সে বিভাগ, যা আইনের ব্যাখ্যা করে এবং আইনের প্রয়ােগ করে।”

আলফ্রেড ডেনিং (Alfred Denning) এর মতে, “সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ হলাে বিচার বিভাগ, যা জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে এবং সে উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রিট জারি করে।”

অধ্যাপক লাস্কি (Prof. Laski) এর মতে, “বিচার বিভাগ হলাে যুক্তরাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক ও চরম ব্যাখ্যাকর্তা, বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দ্বারা কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলাের মধ্যে বিবাদ মীমাংসা করে যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধানের স্বরূপ বজায় রাখে।”

আর. সি. আগরওয়াল (R. c. Agarwal) এর মতে, “বিচার বিভাগ শাসন বিভাগের একটি অঙ্গ, যা যন্ত্র হিসেবে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইনের ব্যাখ্যা দান করে।” (The Judiciary is one organ which interprets the legislature makes law and executive implements.)

আলফ্রেড ডাবিং (Alfred Dubbing) বলেন, “বিচার বিভাগ জনগণের মৌলিক অধিকার রক্ষা করে ও এ উদ্দেশ্যে বিভিন্ন প্রকার রিট জারি করে।”

অধ্যাপক গার্নার (Garner) এর মতে, “বিচার বিভাগের অস্তিত্ব ব্যতিরেকে সভ্য রাষ্ট্রের কল্পনা করা যায় না।” (...........civilised state without judicial organs in hardly conceivable.)

লর্ড ব্রাইস (Lord Bryce) এর মতে, “শাসনব্যবস্থা সুপরিচালিত হচ্ছে কি না তার সর্বপ্রধান নিদর্শন হচ্ছে বিচার বিভাগের দক্ষতার উপর।" (There is no better test of executive of a government that efficiency of its judicial system.)

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, বিচার বিভাগ হলাে সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ, যা আইনের ব্যাখ্যা এবং আইনের প্রয়ােগ করে নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ এবং বিচার বিভাগীয় পর্যালােচনার মাধ্যমে সংবিধানকে সমুন্নত রাখে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক