সাধারণ কিছু হিসাব খাত ও শ্রেণিবিন্যাস বর্ণনা কর


১.৩০ সাধারণ কিছু হিসাব খাত ও শ্রেণিবিন্যাস।
Some Head of Accounts & Classification

ব্যবসায়ে সাধারণ কিছু হিসাব খাত রয়েছে যেগুলাে প্রায় সব ব্যবসায় প্রতিষ্ঠানে দেখা যায়। এ ধরনের কিছু সাধারণ হিসাব খাত সনাতন ও সমীকরণ উভয় পদ্ধতিতে শ্রেণিবিন্যাস করে সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করা হলাে— 


হিসাবের নাম 

হিসাবের শ্রেণিবিভাগ

ব্যাখ্যা

প্রচলিত পদ্ধতি

আধুনিক পদ্ধতি

মূলধন হিসাব 

ব্যক্তিবাচক

মালিকানা স্বত্ব

মালিক মূলধন সরবরাহ করে থাকে। মালিক ব্যক্তি বিধায় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। মূলধন মালিকের দাম নির্দেশ করে বিধায় এটা মালিকানা স্বত্ব হিসাব।

ক্রয় হিসাব

নামিক

ব্যয়

পণ্য ক্রয় প্রতিষ্ঠানের একটি প্রদান ব্যয়ের খাত।

যন্ত্রপাতি

সম্পত্তিবাচক 

সম্পদ

এটা প্রতিষ্ঠানের সম্পদ যা থেকে দীর্ঘমেয়াদী সুবিদা পাওয়া যাবে।

ট্রেডমার্ক

সম্পত্তিবাচক 

সম্পদ

এটা প্রতিষ্ঠানের সম্পদ যা থেকে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যাবে।

বহিঃ ফেরত

নামিক

ব্যয়

এটা দ্বারা পণ্য ক্রয় সংক্রান্ত খরচ হ্রাস পাওয়া বুঝায়।

বহিঃ পরিবহন

নামিক

ব্যয়

এটা গ্রাহকের কাছে পণ্য পৌছানাের সংক্রান্ত খরচ।

অনাদায়ী পাওনা বা কুঋণ

নামিক

ব্যয়

এটা দেনাদারের যে অংশ আদায় হবে না তাকে বুঝায়। তাই 

এটা প্রতিষ্ঠানের খরচ/ক্ষতি।

বকেয়া কমিশন 

হিসাব

ব্যক্তিবাচক 

দায়

এটা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কমিশন বাবদ দেনা বুঝায়। তাই একদিকে এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। এবং অন্যদিকে দায়বাচক হিসাব। 

বিজ্ঞাপন হিসাব

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

অগ্রিম বেতন হিসাব

ব্যক্তিবাচক

সম্পদ

এটা দ্বারা কর্মচারীকে বেতন অগ্রিম প্রদত্ত হয়েছে বুঝায়। যার। সুবিদা ভবিষ্যতে পাওয়া যাবে। তাই এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব এবং অন্যভাবে সম্পত্তি বাচক হিসাব।

বিনিয়ােগ হিসাব

সম্পত্তিবাচক

সম্পদ

এটা প্রতিষ্ঠানের একটি সম্পদ যা যেকোন সময় বিক্রয় করে অর্থ পাওয়া যাবে।

প্রাপ্ত বাট্টা

নামিক

আয়

এটা প্রতিষ্ঠানের একটি আয়।

আয়কর হিসাব

ব্যক্তিবাচক/

নামিক হিসাব

মালিকানাস্বত্ব/ 

ব্যয়

একমালিকানা প্রতিষ্ঠানে আয়কর হল মালিকের আয়ের উপর কর। তাই এটা ব্যক্তিবাচক হিসাব। এই মালিকের খরচ প্রতিষ্ঠান থেকে প্রদান করায় মালিকানা দাবী হ্রাস পায় বিধায় এটা মালিকানা স্বত্ব হিসাব। কিন্তু কোম্পানির ক্ষেত্রে আয়কর একটি প্রতিষ্ঠানের খরচ। তাই নামিক হিসাব।

পাওনাদার হিসাব

ব্যক্তিবাচক

দায়

এটা দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ভবিষ্যতে অর্থ প্রদান করতে হবে বুঝায়। তাই এটা একদিকে ব্যক্তিবাচক হিসাব | এবং অন্যদিকে দায় হিসাব।

দেনাদার হিসাব

ব্যক্তিবাচক

সম্পদ

কোন ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায় করা যাবে। বিধায় এটা ব্যক্তিবাচক ও সম্পদ হিসাব। 

রহিম হিসাব

ব্যক্তিবাচক 

সম্পদ/দায় 

এটা স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব যার কাছে অর্থ পাওয়া যাবে বা যাকে ভবিষ্যতে অর্থ প্রদান করতে হবে। যদি ভবিষ্যতে অর্থ পাওয়া যায়, তবে তা সম্পত্তিবাচক। আর যদি ভবিষ্যতে অর্থ প্রদেয় হয় তা দায়বাচক হিসাব। 

মেসার্স রায়হান 

এন্ড কোং

ব্যক্তিবাচক 

সম্পদ/দায় 

এটা একটি প্রতিষ্ঠানের নাম যার কাছ থেকে অর্থ পাওয়া যাবে। বা প্রদত্ত হবে। তাই এটা কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। অন্যভাবে যদি এটি থেকে অর্থ প্রাপ্য বুঝায় তবে সম্পত্তিবাচক হিসাব এবং এর কাছে দেনা বুঝায় তবে দায় বাচক হিসাব।

প্রাথমিক খরচ

সম্পত্তিবাচক 

সম্পদ

এটা প্রতিষ্ঠান গঠন সংক্রান্ত খরচ যার ফলাফল দীর্ঘমেয়াদী হবে। এটা অলীক সম্পদ।

প্রাপ্য বিল

ব্যক্তিবাচক

সম্পদ

এর দ্বারা ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ পাওয়া যাবে। তাই একদিকে এটা ব্যক্তিবাচক হিসাব এবং অন্যদিকে সম্পত্তিবাচক হিসাব।

প্রদেয় বিল

ব্যক্তিবাচক

দায়

এটা দ্বারা ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদান করতে হবে বুঝায়। তাই এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে এটা দায়বাচক হিসাব। 

১০% ঋণপত্র হিসাব

ব্যক্তিবাচক

দায়

এটা দ্বারা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘ। মেয়াদের জন্যে হস্তান্তরযােগ্য ঋণপত্র ইস্যুর মাধ্যমে ঋণ গ্রহণ করা বুঝায়। তাই একটি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব এবং অন্যদিকে দায়বাচক হিসাব। 

লভ্যাংশ প্রাপ্তি

নামিক

আয়

এটা প্রতিষ্ঠানের একটি আয়।

আবগারী শুল্ক

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ। 

মনিহারী হিসাব

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ। 

বিক্রয় হিসাব

নামিক

আয়

পণ্য বিক্রয় প্রতিষ্ঠানের একটি প্রধান আয়ের খাত।

শিক্ষানবিশ 

সেলামি

নামিক

আয়

এটা নবীন কর্মচারীদের কাছ থেকে প্রশিক্ষণ সংক্রান্ত প্রাপ্ত সেলামী যা প্রতিষ্ঠানের একটি আয়।

পরিবহন খরচ

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

বিদ্যুৎ স্থাপনা 

খরচ

সম্পত্তিবাচক

সম্পদ 

এটা সম্পদ কারণ এর মাধ্যমে দীর্ঘমেয়াদী সুবিধা।

বিদ্যুৎ খরচ

নামিক

ব্যয় 

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

দপ্তর/ অফিস খরচ

নামিক

ব্যয় 

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

ইজারা সম্পত্তি হিসাব 

সম্পত্তিবাচক

সম্পদ 

এটা প্রতিষ্ঠানের একটি সম্পদ যার সুবিধা দীর্ঘমেয়াদী।

সুনাম

সম্পত্তিবাচক

সম্পদ 

এটা প্রতিষ্ঠানের সম্পদ যা অতিরিক্ত মুনাফা অর্জনে সহায়তা করে।

প্রাথমিক খরচের অবলােপন

নামিক 

ব্যয়

এটা কারবার গঠন সংক্রান্ত এককালীন খরচের একটি অংশ যা চলতি হিসাবকালের আয়ের বিপরীতে খরচ হিসাবে দেখানো হয়েছে।

আন্তঃ ফেরত 

হিসাব 

নামিক 

আয়

এটা দ্বারা পণ্য বিক্রয় সংক্রান্ত আয় হ্রাস পাওয়া বুঝায়।

আন্তঃ পরিবহন

নামিক 

ব্যয়

এটা ক্রয়কৃত পণ্যের আনায়ন খরচ।

অনাদায়ী পাওয়া সঞ্চিতি হিসাব

ব্যক্তিবাচক/ 

নামিক

মালিকানাস্বত্ব/ ব্যয় 

এটা ভবিষ্যতে দেনাদারের যে অংশ পাওয়া যাবে না বলে সন্দেহ আছে তা মােকাবিলার জন্যে আয়ের বিপরীতে একটি ব্যবস্থা। এর ফলে মুনাফা হ্রাস অর্থাৎ মালিকানা দাবী হ্রাস। পায়। তাই এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে এটা হল মালিকানা স্বত্ব হিসাব। আবার একে নামিক হিসাবও বলা যায়।

বকেয়া ভাড়া হিসাব

ব্যক্তিবাচক 

দায়

বাড়ির মালিকের কাছে ভাড়া বকেয়া থাকায় এটা প্রতিনিধিত্ব মূলক ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে এটা দায়বাচক হিসাব কারণ ভবিষ্যতে এটা পরিশােধ করতে হবে।

ঋণ হিসাব

ব্যক্তিবাচক 

দায়

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেয়া হয়েছে বিধায় এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব এবং অন্যদিকে ইহা দায়বাচক হিসাব।

প্রদত্ত বাট্টা

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

উত্তোলন হিসাব

ব্যক্তিবাচক

মালিকানাস্বত্ব হিসাব

মালিকের জন্যে প্রতিষ্ঠান থেকে কোন খরচ করা হলে বা মালিক নগদ ও পণ্য উত্তোলন করলে এটা উত্তোলন হিসাবে দেখানাে হয়। তাই উত্তোলন প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে উত্তোলনের ফলে মালিকের মূলধন অর্থাৎ মালিকানা স্বত্ব হ্রাস পায় বিধায় এটা মালিকানা স্বত্ব হিসাব।

আপ্যায়ন খরচ

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

প্রদত্ত সুদ

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি অর্থায়ন সংক্রান্ত খরচ।

অগ্রিম বিমা সেলামি

ব্যক্তিবাচক

সম্পদ 

বিমা কোম্পানিকে সেলামিবাবদ অগ্রিম প্রদত্ত হয়েছে বিধায় এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে এর সুবিধা ভবিষ্যতে প্রাপ্ত হবে বিদায় এটা সম্পত্তিবাচক হিসাব।

স্থায়ী আমানত হিসাব

সম্পত্তিবাচক 

সম্পদ 

এটা প্রতিষ্ঠানের ব্যাংক সম্পদকে নির্দেশ করে।

ব্যাংক 

জমাতিরিক্ত 

ওভারড্রাফট

ব্যক্তিবাচক

দায়

এটা দ্বারা বুঝায় ব্যাংক থেকে জমার তুলনায় বেশি উঠানাে হয়েছে। ব্যাংক একটি প্রতিষ্ঠান। তাই এটা প্রতিনিধিত্ব ব্যক্তিবাচক হিসাব, অন্যদিকে এটি দ্বারা ব্যাংকের কাছে দায় বুঝায়।

দালানকোঠার অবচয়

নামিক

ব্যয়

এটা সম্পত্তির ব্যবহারজনিত ক্রয় বা মূল্য হ্রাসকে বুঝায় যা প্রতিষ্ঠানের জন্য খরচ। 

নিমজ্জিত বা ডুবন্ত তহবিল

ব্যক্তিবাচক

মালিকানাস্বত্ব

ভবিষ্যত কোন দায় পরিশােধের জন্যে মুনাফার একটি অংশ প্রতি বছর আলাদা করে এই তহবিল তৈরি করা হয়। যেহেতু মুনাফা হল মালিকের দাবী তাই এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে উহাকে মালিকানা স্বত্ব হিসাবও বলা হয়।

বিনিয়ােগের বকেয়া সুদ

ব্যক্তিবাচক

সম্পদ

এটা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া যাবে বিধায় ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে উহা ভবিষ্যতে প্রাপ্ত হবে বিধায় সম্পত্তিবাচক হিসাব। 

শেয়ার ক্রয় 

সম্পত্তিবাচক 

সম্পদ

এটা প্রতিষ্ঠানের সম্পদ যা বিক্রয় করে যে কোন সময় অর্থ পাওয়া যাবে। 

ব্যাংক জমাতিরিক্ত/ ওভারড্রাফের সুদ

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

জীবন বীমার প্রিমিয়াম

ব্যক্তিবাচক

মালিকানাস্বত্ব

এটা মালিকের খরচ বিধায় প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে এর মালিকানা দাবী হ্রাস পায় বিদায় এটা মালিকানাস্বত্ব হিসাব। 

শিক্ষানবিশ ভাতা

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ যা নবীন কর্মচারীদেরকে প্রদত্ত হয়।

মজুরি

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ। 

সংস্থাপন মজুরি 

সম্পত্তিবাচক

সম্পদ

এটা সম্পত্তি অর্জন ব্যয় যার সুবিধা দীর্ঘমেয়াদী।

বাণিজ্যিক চাঁদা 

নামিক

ব্যয় 

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

কারবার খরচ

নামিক

ব্যয় 

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

সমাপনী মজুদ পণ্য

সম্পত্তিবাচক

সম্পদ 

এটা প্রতিষ্ঠানের চলতি সম্পদ যা ভবিষ্যতে বিক্রয় করে অর্থ পাওয়া যাবে।

প্যাকিং হিসাব 

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ। 

কর ও অভিকর

নামিক

ব্যয়

এটা প্রতিষ্ঠানের একটি খরচ।

প্রভিডেন্ড ফান্ড

ব্যক্তিবাচক 

দায়

এটা কর্মচারীদের জন্যে তৈরিকৃত তহবিল যার উপর শুধুমাত্র কর্মচারীদের দাবী রয়েছে। তাই এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব এবং অন্যদিকে দায়বাচক হিসাব।

আয়কর সঞ্চিতি

ব্যক্তিবাচক/ নামিক

দায়

মুনাফার উপর কর প্রদানের লক্ষ্যে মুনাফার যে অংশ আলাদা। করে রাখা হয় তাকে আয়কর সঞ্চিতি বলে তাই একে নামিক বা ব্যক্তিবাচক হিসাব বলা যায়। অন্যদিকে এটা ভবিষ্যত ক্ষতি মােকাবেলার জন্যে একটি ব্যবস্থা বিধায় এটা দায়বাচক হিসাব।

বকেয়া উপ- ভাড়া

ব্যক্তিবাচক

সম্পদ 

এটা কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া যাবে বিদায় ব্যক্তিবাচক হিসাব। অন্যদিকে উহা ভবিষ্যতে প্রাপ্ত হবে বিধায় সম্পত্তিবাচক হিসাব।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক