ভূমিকাঃ জন স্টুয়ার্ট মিল কর্তৃক প্রচারিত সর্ববাদী সুখবাদ নীতিবিদ্যার ইতিহাসে উপযােগবাদ নামে পরিচিত। জেরেমি বেন্থামের মতাে তিনিও মনস্তাত্ত্বিক সুখবাদ থেকে উপযােগবাদকে প্রতিষ্ঠিত করেন। তার উপযােগবাদে তিনি সর্বাধিক পরিমাণ মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সুখের কথা বলেছেন।
মানুষের গুণগত পার্থক্য নিরূপণে মিলের অবদানঃ জন স্টুয়ার্ট মিল সর্বাধিক পরিমাণ মানুষের জন্য সর্বাধিক পরিমাণ সুখের কথা বলেছেন। ঠিক তেমনিভাবে তিনি সুখের পরিমাণগত বৈশিষ্ট্যের সঙ্গে সঙ্গে গুণগত বৈশিষ্ট্যের স্বীকৃতির কথা বলেন। নৈতিক দায়িত্ববােধের মূলে যে বাইরের নিয়ন্ত্রণের মুখ্য ভূমিকা নেই, বরং অন্তরের নিয়ন্ত্রণের মুখ্য ভূমিকা রয়েছে, সে কথা বলে এবং উচ্চস্তরের সুখ ও মানুষের মর্যাদাবােধকে বিশেষ মূল্য দিয়ে তিনি তার উপযােগবাদের ভিত্তি সুদৃঢ় করেন। নিম্নে এর আলােচনা করা হলাে-
১. অধিক সুখঃ মিলের মতানুসারে উচ্চবৃত্তিমূলক কর্মকাণ্ড আনন্দ দান করা সত্ত্বেও সেই স্তরের সুখ মানুষের অন্বেষণ করা উচিত। তার মতে, মর্যাদাহীন সুখ তা যে যতই উচ্চ হােক না কেন তা মানুষ গ্রহণ করতে চাইবে না।
২. সুখসমূহের মধ্যে পার্থক্যঃ মিল বলেন, মানুষ দুটি সুখের মধ্যে তুলনা করতে পারে। মানুষ যখন তুলনা করার সুবিধা ভােগ করে তখন যে গুণগত দিকটি বাদ দিয়ে উচ্চ স্তরের সুখ গ্রহণ করার চেষ্টা করবে।
৩. সুখের উচস্তরঃ মিল প্রতিটি মানুষের মধ্যে দু'প্রকার বৃত্তি রয়েছে বলে মনে করেন। যেমন- (১) উচ্চবৃত্তি ও (২) নিম্নবৃত্তি। উচ্চবৃত্তি সর্বদা উচ্চস্তরের সুখ আনয়ন করে। অন্যদিকে নিম্নবৃত্তি মানুষকে নিম্নস্তরের সুখ আনয়ন করে।
৪. মর্যাদা সম্পন্ন প্রাণীর সুখঃ মিলের মতানুসারে, মানুষ হলাে মর্যাদা সম্পন্ন প্রাণী। মানুষের মধ্যে যে মনুষ্যত্ব আছে তা তার উচ্চস্তরে আসীন হওয়ার জন্য যথেষ্ট। মিলের মতে, অমর্যাদা সম্পন্ন সুখ তা সে যতই বেশি হােক না কেন- তা মানুষ গ্রহণ করতে চাইবে না।
সমালােচনাঃ মিল যে গুণগত সুখের পার্থক্য নির্ধারণ করতে চেয়েছেন তা মােটেও সমালােচনার উর্ধ্বে নয়। যেমন-
প্রথমত, মিলের গুণগত সুখবাদকে পর্যালােচনা করলে দেখা যায় যে, তিনি গুণের উপর জোর দিতে গিয়ে সুখবাদদের মূল স্তম্ভকে আঘাত করেছেন। গুণ হলাে সুখের বাইরের কোনাে কিছু।
দ্বিতীয়ত, মিল সুখের গুণ পরীক্ষার ক্ষেত্রে যােগ্য বিচারকের কথা বলেছেন। কিন্তু যােগ্য বিচারকদের রায় অনুভূতির ব্যাপার নয়, বরং এটা হচ্ছে বুদ্ধির ব্যাপার।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, মিলের গুণগত সুখবাদের কয়েকটি সমালােচনা সত্ত্বেও এটি অনেকাংশে নির্ভরযােগ্য মতবাদ হিসেবে বিবেচিত হয়। কেননা এটি সার্বিক মানুষের সুখ নিয়ে আলােচনা করে থাকে।
0 মন্তব্যসমূহ