হিসাবের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা বর্ণনা কর

 প্রশ্নঃ হিসাবের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা বর্ণনা কর। 

১.২৮ হিসাবের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা 

Importance & Necessity of Account 


উত্তরঃ হিসাববিজ্ঞান ব্যবস্থায় হিসাবের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা অপরিসীম, যা নিচে সংক্ষেপে আলােচনা করা হলাে-

 

  • ব্যবসায়ে প্রতিনিয়ত অসংখ্য লেনদেন সংঘটিত হয়। উক্ত লেনদেনগুলাে থেকে সমজাতীয় লেনদেনগুলাে আলাদাভাবে শ্রেণিবিন্যাস করা হয়। ফলে ব্যবস্থাপক বা ম্যানেজার যাবতীয় লেনদেনের ব্যাপারে অবহিত হতে পারে। 



  • প্রতিটি হিসাবের জের জানা থাকলে তুলনামূলক বিশ্লেষণ করতে সহজ হয়।


  • হিসাব খাতের দুটি দিক, যা দু'তরফা দাখিলা পদ্ধতির প্রয়ােগকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করে। 


  • হিসাব সমীকরণের ওপর প্রতিটি লেনদেনের প্রভাব প্রদর্শনের জন্য হিসাব খাত বিশেষ ভূমিকা পালন করে। 


  • ব্যবসায়ের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলাদাভাবে ধারণা লাভ করা যায়। যেমনঃ ব্যবসায়ের নগদ অর্থের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ এবং প্রাপ্য ও প্রদেয় হিসাবের পরিমাণ ইত্যাদি। এসব তথ্যাদি প্রয়ােজনীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে। 


  • ব্যবসায়ের প্রতিটি লেনদেন হিসাবের বইতে স্থায়ীভাবে লেখা থাকে। ব্যবসায়ের তৃতীয় পক্ষ যদি কোনরূপ 

  • বিশৃঙ্খলার সৃষ্টি করে তবে হিসাব প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে। 


  • সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ সহজ হয়। 


  • যাবতীয় হিসাব পর্যালােচনা করে ভুল-ত্রুটি উদ্ঘাটন ও তা সংশােধনের জন্য পদক্ষেপ গ্রহণ সহজ হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক