১.২৮ হিসাবের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা
Importance & Necessity of Account
উত্তরঃ হিসাববিজ্ঞান ব্যবস্থায় হিসাবের গুরুত্ব ও প্রয়ােজনীয়তা অপরিসীম, যা নিচে সংক্ষেপে আলােচনা করা হলাে-
ব্যবসায়ে প্রতিনিয়ত অসংখ্য লেনদেন সংঘটিত হয়। উক্ত লেনদেনগুলাে থেকে সমজাতীয় লেনদেনগুলাে আলাদাভাবে শ্রেণিবিন্যাস করা হয়। ফলে ব্যবস্থাপক বা ম্যানেজার যাবতীয় লেনদেনের ব্যাপারে অবহিত হতে পারে।
প্রতিটি হিসাবের জের জানা থাকলে তুলনামূলক বিশ্লেষণ করতে সহজ হয়।
হিসাব খাতের দুটি দিক, যা দু'তরফা দাখিলা পদ্ধতির প্রয়ােগকে আরও ত্বরান্বিত করতে সহায়তা করে।
হিসাব সমীকরণের ওপর প্রতিটি লেনদেনের প্রভাব প্রদর্শনের জন্য হিসাব খাত বিশেষ ভূমিকা পালন করে।
ব্যবসায়ের প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলাদাভাবে ধারণা লাভ করা যায়। যেমনঃ ব্যবসায়ের নগদ অর্থের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ এবং প্রাপ্য ও প্রদেয় হিসাবের পরিমাণ ইত্যাদি। এসব তথ্যাদি প্রয়ােজনীয় সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে।
ব্যবসায়ের প্রতিটি লেনদেন হিসাবের বইতে স্থায়ীভাবে লেখা থাকে। ব্যবসায়ের তৃতীয় পক্ষ যদি কোনরূপ
বিশৃঙ্খলার সৃষ্টি করে তবে হিসাব প্রামাণ্য দলিল হিসেবে কাজ করে।
সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ সহজ হয়।
যাবতীয় হিসাব পর্যালােচনা করে ভুল-ত্রুটি উদ্ঘাটন ও তা সংশােধনের জন্য পদক্ষেপ গ্রহণ সহজ হয়।
0 মন্তব্যসমূহ