হিসাব কাকে বলে?


প্রশ্নঃ হিসাব কাকে বলে?
অথবা, হিসাববিজ্ঞানে হিসাব কী?

১.২৫ হিসাব
Account

ভূমিকাঃ ইংরেজি 'Account' শব্দ দ্বারা হিসাব বা হিসাব খাতকে বােঝানাে হয়। এই 'Account' শব্দটি প্রাচীন ফরাসি শব্দ 'Accounter' থেকে উদ্ভুত। যার অর্থ গণনা করা বা হিসাব রাখা। তবে আভিধানিক অর্থে হিসাব বলতে আমরা জমা খরচের বিবরণীকে বুঝে থাকি।

হিসাবের সংজ্ঞাঃ হিসাব বিজ্ঞানের ভাষায় সমজাতীয় লেনদেনের বিবরণী বা তালিকাকে হিসাব বলা হয়। ব্যবসায়ে প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়। প্রতিটি লেনদেনের ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। অর্থাৎ ব্যবসায়ের সম্পদ, দায় ও মালিকানা স্বত্ব পরিবর্তিত হয়। দৈনন্দিন লেনদেনের ফলে ব্যবসায়ের সম্পদ, দায় ও মালিকানা স্বত্বের হ্রাস বা বৃদ্ধি শিরােনামের অধীনে যে সংক্ষিপ্ত বিবরণী বা ছক তৈরি করা হয় তাকে হিসাব বলা হয়।

অর্থাৎ হিসাব হলাে কোনাে নির্দিষ্ট সময়কালে প্রতিষ্ঠানের সব ধরনের লেনদেনের ফলে সৃষ্ট সম্পদ, দায়, আয়-ব্যয় ও ব্যক্তি সম্পর্কিত বিবরণী।

উদাহরণঃ উদাহরণস্বরূপ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে অফিস সরঞ্জাম ক্রয় করা হলাে। এখানে এ লেনদেনের ফলে ব্যবসায়ের সম্পদ ও দায় পরিবর্তিত হয়েছে। সম্পদ ও দায়ের এ পরিবর্তন অফিস সরঞ্জাম হিসাব এবং ব্যাংক ঋণ হিসাবের মাধ্যমে দেখাতে হবে। এছাড়াও আরও অনেক হিসাব রয়েছে যেমন- নগদান হিসাব, মূলধন হিসাব, ব্যাংক হিসাব ও আসবাবপত্র হিসাব ইত্যাদি।

প্রামাণ্য স্নজ্ঞাঃ নিম্নে হিসাব সম্পর্কিত বিখ্যাত হিসাববিদদের কয়েকটি প্রামাণ্য সংজ্ঞা দেওয়া হলাে-

Weygandt, Kieso & Kimmel-এর মতে, “হিসাব হলাে কোনাে নির্দিষ্ট সম্পত্তি, দায় ও মালিকানা স্বত্বের হ্রাস বৃদ্ধির একটি স্বতন্ত্র প্রমাণ।

অধ্যাপক আর. এন. কার্টার-এর মতে, “হিসাব বলতে কোনাে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু সংক্রান্ত বিষয়ে সংঘটিত লেনদেনসমূহের সংরক্ষিত খতিয়ানকেই বােঝায়।”

উপসংহারঃ উপরিউক্ত সংজ্ঞাগুলাে বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে, কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় এবং আয়-বয়ে সংক্রান্ত সমজাতীয় লেনদেনগুলাে হিসাববিজ্ঞানের নিয়মানুযায়ী উপযুক্ত শিরােনামের অধীনে সাজিয়ে যে সংক্ষিপ্ত ও শ্রেণিবদ্ধ বিবরণী তৈরি করা হয় তাকে হিসাব বলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক