অথবা, প্রযুক্তির সংজ্ঞা দাও।
ভূমিকাঃ সভ্যতার অগ্রযাত্রায় প্রযুক্তির কল্যাণে আজ মানব সমাজ উন্নতির চরম শিখরে। বিজ্ঞানের জয়যাত্রা মানব সভ্যতাকে নতুন পথের সন্ধান দিয়েছে। আবার প্রযুক্তি মানুষকে নিয়ন্ত্রণ করছে নানাভাবে। তাই প্রযুক্তির সমন্বয়ে মানবসমাজ এবং মানবজীবন আজ হয়ে ওঠেছে কল্যাণমুখী। তাই আধুনিক মনস্ক মানুষের চেতনায় প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।
প্রযুক্তির সংজ্ঞাঃ বিজ্ঞান হলাে বিশেষ জ্ঞান। যেকোনাে বিষয়ের সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট ও নিভুল জ্ঞানকে বলা হয় বিজ্ঞান। আর বিজ্ঞানের জ্ঞানকে যে কৌশলের মাধ্যমে বাস্তবে প্রয়ােগ করা হয়, তাকে প্রযুক্তি বলে। প্রযুক্তি কোনাে বিষয়ের উদ্দেশ্য নয় বরং তা সাধনের উপায় মাত্র।
প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন মনীষী সমাজ বিজ্ঞানীগণ প্রযুক্তির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। নিম্নে তা তুলে ধরা হলাে-
Dictionary of sociology তে প্রযুক্তি সম্পর্কে বলা হয়েছে, জ্ঞানের ব্যবহারিক প্রয়ােগ ও কৌশলগুলাে উৎপাদন কর্মকাণ্ডে ব্যবহার করাই হলাে প্রযুক্তি।
Encyclopedia of Britannica তে বলা হয়েছে, কোনাে কিছু তৈরি এবং সম্পাদন করার কৌশলগুলাের নিয়মতান্ত্রিক অধ্যয়নকে প্রযুক্তি হিসেবে সংজ্ঞায়িত করা যায়।
কার্ল মার্কস (Karl Marx) এর মতে, প্রযুক্তি হচ্ছে বিভিন্ন প্রকৃতি সম্পর্কে তথ্য অর্জন করা, যা সমাজের কল্যাণের জন্য উৎপাদনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।
পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং অর্জিত জ্ঞানকে সমাজের সার্বিক কল্যাণ এবং বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে কৌশলের সাহায্য নেয়া হয়, তাকে প্রযুক্তি বলে।
0 মন্তব্যসমূহ