কামনার দ্বন্দ্ব বলতে কি বুঝ?


প্রশ্নঃ কামনার দ্বন্দ্ব বলতে কি বুঝ?
অথবা, কামনার দ্বন্দ্ব কি?
অথবা, কামনার দ্বন্দ্ব কাকে বলে?
অথবা, কামনার দ্বন্দ্ব বলতে কি বুঝায়?

ভূমিকাঃ সাধারণত, কোনাে অভাববোেধ দূর করার জন্য কোনাে লক্ষ্য বা কাম্যবস্তুকে পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা বা বাসনার মানসিক স্তরকে কামনা বলে। ব্যক্তির জীবনের জন্য নানা ধরনের অভাব বা প্রয়ােজন থাকতে পারে এবং এই অভাব বা প্রয়ােজন থেকেই কামনার উদ্ভব ঘটে।

কামনার দ্বন্দ্ব (Conflict of Desires): কামনার পরিবৃত্ত থেকে দেখা যায়, একটা প্রদত্ত মুহূর্তে ব্যক্তি একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ দখল করে থাকে অর্থাৎ একটা একক পরিবৃত্তের বাসিন্দা হয়ে থাকে। যাই হােক বাস্তবে ব্যক্তির চেতনার আধেয় এতাে সরল নয়। একটা প্রদত্ত মুহূর্তে কোন এক সংশ্লিষ্ট ব্যক্তির কাছে বিভিন্ন ধরনের দৃষ্টিকোণও বর্তমান থাকতে পারে। দৃষ্টান্তস্বরূপ একজন রাষ্ট্রনেতা তার আচরণে বিভিন্ন ধরন থেকে উদ্ভূত উদ্দেশ্যের দ্বারা প্রভাবিত হতে পারেন। দেশের মঙ্গল, ব্যক্তিগত ও পারিবারিক অবস্থায় মঙ্গল, আন্তর্জাতিক মিত্রতা ইত্যাদি বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের নৈতিক দৃষ্টিকোণ তার কাছে উপস্থাপিত হতে পারে। তিনি নিজেই একই সময়ে বিভিন্ন কামনার পরিবৃত্তের সম্মুখীন হতে পারেন। এসব কামনার পরিবৃত্ত একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। এক দৃষ্টিকোণ থেকে তিনি শান্তি কামনা করতে পারেন এবং অন্য দৃষ্টিকোণ থেকে যুদ্ধ কামনা করতে পারেন।

কামনায় দ্বন্দ্ব কামনার দুই বা ততােধিক পরিবৃত্তের দ্বন্দ্বঃ সব থেকে যেটা উল্লেখ্য তা এই যে, কামনা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটা পদ্ধতির অংশ এবং ফলে কামনার দ্বন্দ্ব হচ্ছে বাস্তবে কামনার দুই বা ততােধিক কামনার পরিবৃত্তের দ্বন্দ্ব। অধ্যাপক ডিউঙ্গ বলেন, “এটা বিশেষভাবে লক্ষ্য করার বিষয় যে, এটা এমন একটা দ্বন্দ্ব, যা স্বয়ং ব্যক্তির মধ্যেই চলতে থাকে, এ নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব। এ ব্যক্তির সঙ্গে ব্যক্তির বাইরের বস্তুর দ্বন্দ্ব নয় বা একটা তাড়না বা প্রবণতার সঙ্গে অন্য প্রবণতার দ্বন্দ্ব নয়। ইতিমধ্যে সে সগ্রামের সিদ্ধান্তের জন্য অপেক্ষারত নিষ্ক্রিয় দর্শক হিসেবে থাকে। কামনার দ্বন্দ্বের পুরাে অর্থ এই যে, ব্যক্তি তার নিজের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। সে একাধারে বিবাদমান পক্ষদ্বয় ও সংগ্রাম ক্ষেত্র।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, কামনার প্রকৃত শক্তি কামনার নিজস্ব ব্যক্তিগত সজীবতা বা শক্তির উপর নির্ভর করে না, বরং কামনা যে পরিবৃত্ত বা পদ্ধতির অন্তর্ভুক্ত, তার উপর নির্ভর করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক