অথবা, কোয়ালিশন সরকার বলতে কী বােঝ?
অথবা, কোয়ালিশন সরকারের সংজ্ঞা লিখ।
ভূমিকাঃ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কোয়ালিশন সরকার গঠন করা হয়ে থাকে। নিম্নে কোয়ালিশন সরকার কি তা দেয়া হলাে-
কোয়ালিশন সরকারঃ যখন একটি দেশে আইনসভার নির্বাচনে কোন বৃহৎ রাজনৈতিক দল এককভাবে নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়ােজনীয় সংখ্যাগরিষ্ঠতা লাভে সক্ষম হতে ব্যর্থ হয় তখন ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দলগুলাে- সবাই মিলে যে সরকার গঠন করে তাকে কোয়ালিশন বা সম্মিলিত সরকার বলে। ভারত, বাংলাদেশ প্রভৃতি দেশে কোয়ালিশন সরকার গঠন করা হয়।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, এ ধরনের সরকারের স্থায়িত্ব টেকসই হয় না। কেননা বিভিন্ন দলগুলাে মিলিতভাবে সরকার গঠন করে। কিন্তু কখনাে কখনাে সিদ্ধান্ত গ্রহণে মতপার্থক্য বা ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে এ ধরনের সরকারকে বিদায় নিতে হয়। এ প্রসঙ্গে বলা যায় ভারতে অটল বিহারী বাজপাই, আই, কে, গুজরাল, এইচ. ডি. দেবগৌড়া। এরা সবাই কোয়ালিশন সরকার গঠন করে প্রধানমন্ত্রী হয়েছিলেন। কেউই পূর্ণ মেয়াদ ক্ষমতায় টিকে থাকতে পারেন নি।
0 মন্তব্যসমূহ