প্রশ্নঃ ১৯৫৮-৫৯ সালে পাকিস্তানের পশ্চিম অংশের সাথে পূর্ব অংশের বৈষম্য সম্পর্কে আলতাফের মন্তব্য তুলে ধর।
উত্তরঃ ষাট সালের দিকে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও আন্দোলনের সাক্ষী আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাস। ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দুই বছর আগে বিপুল গণঅসন্তোষের সৃষ্টি হয়েছিল। এই অসন্তোষের মূলে ছিল পাকিস্তানের পশ্চিম অংশের সাথে পূর্ব অংশের বৈষম্য। এ সময়ের বৈষম্য আলতাফের দৃষ্টিকোণ থেকে লেখক তুলে ধরেছেন-
১৯৫৮-৫৯ সালের পর পাকিস্তানের পার ক্যাপিটা ইনকাম বেড়েছিল ১৮০ টাকা। সেখানে পূর্ব পাকিস্তানের জন্য বেড়েছিল মাত্র ২২ টাকা। সােনার দাম পূর্ব পাকিস্তানে বেশি- পশ্চিম পাকিস্তানে কম। কাগজ তৈরি হয় পূর্ব পাকিস্তানে কিন্তু বিক্রি হতাে পশ্চিম পাকিস্তানে। অথচ পূর্ব পাকিস্তানের কৃষক গায়ের রক্ত পানি করে পাট ফলাতাে, সেই পাট বেচে ফেঁপে উঠেছিল লাহাের-করাচি- ইসলামাবাদ। বাঙালিদের মধ্যে থেকে কোনাে অফিসার ছিল না। আর্মিতে বাঙালি ছিল না। সত্যি সত্যি একদেশ হলে এ ধরনের বৈষম্য থাকত না।
প্রকৃতপক্ষে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ক্ষেত্রে এই বৈষম্য ব্যাপকভাবে বাঙালিদের মধ্যে যে সাড়া জাগিয়েছিল তা এখানে স্পষ্ট হয়ে উঠেছে।
0 মন্তব্যসমূহ