নৈতিক নিয়ন্ত্রণ কাকে বলে?


প্রশ্নঃ নৈতিক নিয়ন্ত্রণ বলতে কি বুঝ?
অথবা, নৈতিক নিয়ন্ত্রণ কাকে বলে?
অথবা, নৈতিক নিয়ন্ত্রণ কি?
অথবা, নৈতিক নিয়ন্ত্রণের ধারণাটি লেখ।
অথবা, নৈতিক নিয়ন্ত্রণের সংজ্ঞা দাও। 

ভূমিকাঃ নিয়ন্ত্রণ বলতে মুখ্যত অনুমােদনকে বুঝানাে হয়ে থাকে। সাধারণ সুখ প্রাপ্তির উদ্দেশ্যে কাম্য আবরণের রূপসমূহের প্রয়ােগের জন্য উদ্দেশ্য হিসেবে সুখ-দুঃখের বিভিন্ন রূপ সম্পর্কে যেসব যুক্তি উপস্থাপন করা হয়, সেগুলােকেই নিয়ন্ত্রণরূপে আখ্যায়িত করা যায়।

নৈতিক নিয়ন্ত্রণ (Moral Sanction): নিয়ন্ত্রণ (Sanction) হলাে তা যা কোনাে কর্মকে আবশ্যকরণীয় করে তােলেন। আর নৈতিক নিয়ন্ত্রণ (Moral Sanction) হলাে এমন এক প্রকার শাসন যা আমাদের নৈতিক নিয়ম পালন করতে বাধ্য করে। এই নিয়ন্ত্রণ আমাদের সৎকর্ম সম্পাদন করতে এবং অসৎ কর্ম বর্জন করতে বাধ্য করে। নৈতিক নিয়ন্ত্রণ আসে কোনাে কর্তৃপক্ষ হতে। এ কর্তৃপক্ষ পুরস্কারের আশা ও শাস্তির ভয় দেখিয়ে তার প্রবর্তিত নিয়ম মানতে আমাদের বাধ্য করে। তাই রাষ্ট্রের নিয়মাবলির লঙ্ঘনের সাথে শাস্তি জড়িত অর্থে নিয়ন্ত্রণ শব্দটি প্রয়ােগ করা হয়ে থাকে। প্রধানত উপযােগবাদী লেখকদের দ্বারা এ শব্দটির অর্থ ব্যাপকতররূপে কর্তব্য সম্পর্কীয় নিয়মাবলিকে কার্যকর করার জন্য যে কোনাে বিষয়ের ক্ষেত্রে অর্থাৎ এসব নিয়মের বাধ্যবাধকতাকে পূর্ণ করার জন্য যে উদ্দেশ্য (Motives) মানুষকে প্রকৃত করে তার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। উপযােগবাদী লেখকদের মতে, উদ্দেশ্য বলতে সুখের আশা ও দুঃখের ভিতকি বুঝানাে হয়ে থাকে। এই সুখ বা দুঃখ বিভিন্নরূপে প্রতিফলিত হতে পারে। তাই কর্তব্য লঙ্ঘনের ফলশ্রুতিতে প্রকৃতিক বা জাগতিক দুঃখ দেখা দেয়। আবার সামাজিক অননুমােদনের ফলে দুঃখ এবং আমাদের শ্রেণির জীবের অনুমােদনের ফলে সুখ দেখা যায়। অনুরূপভাবে, ধর্মীয় ও রাষ্ট্রীয় নিয়মাবলি পালন ও ভঙ্গ করার ক্ষেত্রে সুখ - দুঃখের উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপসংহারঃ পরিশেষে বল যায়, নৈতিক নিয়ন্ত্রণ বলতে মােটামুটিভাবে এমন এক নিয়ন্ত্রণকে বুঝায়, যা আমাদেরকে নৈতিক নিয়ম পালন করতে উদ্বুদ্ধ করে নৈতিক হওয়ার দিকে চালিত করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক