অথবা, পলিটি কী?
অথবা, পলিটি কাকে বলে?
ভূমিকাঃ মানবসভ্যতা বিকাশসাধনে যে সকল মনীষী তাদের অবদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন, রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল তাদের মধ্যে অন্যতম। তিনি ছিলেন একজন বাস্তববাদী চিন্তাবিদ। "The Politics" গ্রন্থে এরিস্টটল পলিটি নিয়ে আলােচনা করেছেন।
পলিটিঃ পিলিটি বলতে সাধারণভাবে যা বােঝায় তা হলাে সমাজের সাধারণ স্বার্থে নাগরিক সাধারণ কর্তৃক পরিচালিত শাসন। কিন্তু বিশেষ অর্থে পলিটি বলতে তিনি এমন এক সংবিধানকে বুঝিয়েছেন যেখানে চরম প্রকৃতির ধনিকতন্ত্র ও গণতন্ত্র-এর ত্রুটিগুলাে পরিহার করে তাদের গুণাবলির মিশ্রণ সাধিত হয়েছে। পলিটিকে এমন এক ধরনের গণতন্ত্র বলে অভিহিত করা যায়, যা ধনিকতন্ত্রের কাছাকাছি। আবার তাকে এমন এক ধরনের ধনিকতন্ত্র বলে অভিহিত করা যায়, যা গণতন্ত্রের কাছাকাছি। পলিটি এমন এক ধরনের শাসনব্যবস্থা সেখানে এককভাবে শুধু ধনীরা বা এককভাবে শুধু দরিদ্র নয় বরং ধনিকতন্ত্র ও গণতন্ত্রের উপাদানসমূহের সুসমন্বিত অংশের প্রাধান্য বিরাজ করে। এরিস্টটলের মতে, একমাত্র মধ্যবিত্ত শ্রেণির মধ্যে উপযুক্ত সুসমন্বিত উপাদানসমূহের সাক্ষাৎ পাওয়া যায়। বস্তুত এই পলিটিই হচ্ছে এরিস্টটলের সর্বোত্তম বাস্তবধর্মী রাষ্ট্র।
পরিশেষঃ পরিশেষে বলা যায়, মধ্যতন্ত্র বা পলিটিই হচ্ছে খুব বাস্তবধর্মী ও সর্বাপেক্ষা উত্তম সরকারব্যবস্থা। এরস্টটল যাকে সর্বোত্তম শাসনব্যবস্থা বলেছেন, বর্তমান সময়ে তা অর্জন করা খুবই কঠিন।
0 মন্তব্যসমূহ