মূল্যবোধের অবক্ষয় কী?


প্রশ্নঃ মূল্যবােধের অবক্ষয় কী?
অথবা, মূল্যবােধের অবক্ষয় বলতে কী বুঝ?

ভূমিকাঃ সমাজে মানুষের জীবনযাপনের প্রক্রিয়ায় বিভিন্ন অবস্তুগত বিষয় চালিকাশক্তি হিসেবে কাজ করে। সামাজিক মূল্যবােধ এদের মধ্যে অন্যতম। সমাজে একটি বিষয় ভালাে বা মন্দ, ঠিক বা বেঠিক, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত সে সম্পর্কে সমাজের মানুষের যে ধারণা তাকে সামাজিক মূল্যবােধ বলে। অর্থাৎ মূল্যবােধ হলাে ভালাে বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা। কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত, উচিত বা অনুচিত সম্পর্কে সামাজিক ধ্যান-ধারণার ভিত্তিতে মূল্যবােধ প্রতিষ্ঠিত হয়।

মূল্যবােধের অবক্ষয়ঃ সমাজে মানুষ যখন সামাজিক মূল্যবােধকে উপেক্ষা করে বিভিন্ন কাজ করতে থাকে তখন তাকে মূল্যবােধের অবক্ষয় বলে। বর্তমানে পৃথিবীর প্রায় সকল অংশেই মূল্যবােধের অবক্ষয় পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তবে বিভিন্ন সমাজে বিভিন্ন কারণে সামাজিক মূল্যবােধের অবক্ষয় দেখা দিচ্ছে।

পরিশেষঃ সামাজিক মূল্যবোধ সংস্কৃতির একটি অন্যতম উপাদান। বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কারণে সামাজিক মূল্যবােধের অবক্ষয় হচ্ছে। বাংলাদেশে মূল্যবােধ অবক্ষয়ের জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষভাবে জড়িত। কারণ সমাজের সামগ্রিক বিষয়ের ওপর সামাজিক মূল্যবোেধ নির্ভর করে। যা টিকিয়ে রাখতে হলে সমাজে সামাজিক স্থিতিশীলতা টিকিয়ে রাখতে হবে। বৈদেশিক অপসংস্কৃতির প্রবেশ রােধ করতে হবে। অপরাধ প্রবণতা কমানাের জন্য সামাজিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই মূল্যবােধের অবক্ষয় হ্রাস পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক