প্রস্তর যুগ বলতে কী বুঝ?


প্রশ্নঃ প্রস্তর যুগ বলতে কী বুঝ?
অথবা, প্রস্তর যুগ কী?

ভূমিকাঃ আধুনিক সভ্য জগৎ একদিন বা এক বছরে সৃষ্টি হয়নি। যুগ যুগ ধরে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সভ্য জগতের অভ্যুদয় হয়েছে। প্রত্নতত্ত্ববিদগণ বিভিন্ন গবেষণা চালিয়ে বিভিন্ন যুগের নিদর্শন আবিষ্কার করেছেন। খনন কাজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রত্নতাত্ত্বিকগণ প্রাগৈতিহাসিক কালকে কতিপয় সুনির্দিষ্ট যুগে বিভক্ত করেছেন। এগুলাে প্রাচীন প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ এবং লৌহ যুগ। প্রত্নতত্ত্ববিদগণ প্রাগৈতিহাসিক যুগের সংস্কৃতির কথা বলতে গিয়ে মানুষ সে সময় যেসব পাথরের অস্ত্র ব্যবহার করেছে তার বর্ণনা করেন।

প্রস্তর যুগের সংজ্ঞাঃ হাতিয়ারের আবিষ্কার ও প্রয়ােগের ওপর ভিত্তি করে প্রত্নতাত্ত্বিকগণ যুগের শ্রেণিবিভাগ করে থাকেন। কারণ এগুলাের মধ্যে ফুটে ওঠে সুদূর অতীত মানুষের কর্মকুশলতা। প্রাগৈতিহাসিক যুগের জীবন শুরু হয় পাথরের অস্ত্র দিয়ে। পাথরের হাতিয়ার ব্যবহার করার যুগকেই প্রস্তর যুগ বলা হয়। অন্যভাবে বলা যায়, মানুষ যে সময় পাথরের অস্ত্র ব্যবহার করতে শিখল, সে সময়টাকে বলা হয় প্রস্তর যুগ। মানুষ পাথর দিয়ে যেসব অস্ত্র বানিয়েছে সেসব পুরনাে অস্ত্রের বয়স অনুমান করা হয়েছে প্রায় ১০,০০,০০০ বছর।

পরিশেষঃ পরিশেষে আমরা বলতে পারি যে, এ যুগের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। যা মানব সভ্যতায় বিশেষ সময় হিসেবে স্থান করে নিয়েছে। প্রস্তর যুগের বিভিন্ন দিকগুলাে নানা দিক দিয়ে সমৃদ্ধ হয়ে আছে। সভ্যতার ইতিহাসে তাদের বিভিন্ন উৎকর্ষতা এ যুগকে গৌরবােজ্জ্বল করে রেখেছে। তাদের সংস্কৃতি ও জীবন যাত্রায় বিভিন্ন দিক থাকলে ভাষার উদ্ভব বিনিময়ের মাধ্যম কৃষিক্ষেত্র তৈরী ও অলংকার ব্যবস্থার ক্ষেত্রগুলাে সবদিক থেকে এগিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

টপিক