সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে লিখ


প্রশ্নঃ সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের পারস্পরিক সম্পর্ক সংক্ষেপে লিখ।
অথবা, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের পরস্পরিক সম্পর্ক বর্ণনা কর।

ভূমিকাঃ সমাজ বলতে বুঝায় মানুষ, আর সংস্কৃতি বলতে বুঝায় মানুষের আচরণ। মানবসমাজের সকল পযায়ে সংস্কৃতির অস্তিত্ব রক্ষা করা যায়। কারণ সংস্কৃতি সমাজ কাঠামাের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। মানবসমাজ। স্থির নয়, বরং পরিবর্তনশীল। তাই আদিম বর্বর অবস্থা অতিক্রম করে সমাজ আজ আধুনিক ও সভ্য রূপ নিয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের পারস্পরিক সম্পর্কঃ নিম্নে সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের সম্পর্ক আলােচনা করা হলাে-

(১) সমাজ পরিবর্তনে সাংস্কৃতিক উপাদানঃ একটি সমাজের অবিচ্ছিন্ন অংশ হিসেবে সংস্কৃতি পরিচিত। সমাজ ব্যবস্থা সাংস্কৃতিক পরিবর্তন দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়। সাংস্কৃতিক পরিবর্তনের ফলশ্রুতি হিসেবে সমাজকাঠামােয় পরিবর্তন ঘটে। সমাজের সীমাও নির্ধারণ করে দেয় সংস্কৃতি, যার বাইরে সামাজিক পরিবর্তন ঘটে না।

(২) বৈপ্লবিক পরিবর্তন ধারাঃ একটি সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনার সাথে সাথে সংস্কৃতি তার কাঠামোর মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম। মানব সভ্যতার ইতিহাস পর্যালােচনায় দেখা যায় যে, বহু সামাজিক ও রাজনৈতিক বিপ্লবের পেছনে সংস্কৃতি একটা সহায়ক শক্তি হিসেবে কাজ করে।

(৩) গতিশীলতাঃ সংস্কৃতির কারণে একটি সমাজ গতিশীল হয়। কারণ সংস্কৃতির কারণে ব্যক্তি মনের পরিবর্তনের সাথে সাথে সমাজের বিভিন্ন ধারায় পরিবর্তন আনে। অর্থাৎ কালের বিবর্তনে সংস্কৃতির পরিবর্তন হয় এবং তার প্রভাব হিসেবে সমাজে পরিবর্তন আসে।

(৪) সামাজিক প্রথাঃ সংস্কৃতির অন্যতম বাহক হিসেবে সামাজিক প্রথার ভূমিকা বিশেষভাবে উল্লেখযােগ্য। সামাজিক প্রথার মধ্যে নিহিত থাকে সাংস্কৃতিক মূল্যবােধ। প্রকৃত প্রস্তাবে সংস্কৃতির বাহন হিসেবে কতকগুলাে আচরণ মানবসমাজে প্রথা হিসেবে প্রচলিত থাকে। সমাজ পরিবর্তনের কারণে এসব প্রথার কথিত অথবা অরক্ষিত পরিবর্তন ঘটে।

(৫) ভাষাঃ সংস্কৃতির বাহন হিসেবে ভাষা কোনাে সংস্কৃতির পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরতে সক্ষম। যেকোনাে সমাজের আদর্শ, মূল্যবােধ, রীতিনীতি, প্রথা, আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা সবই প্রকাশ পায় ভাষার মাধ্যমে। সমাজের সকল ব্যক্তিই তাদের দৈনন্দিন জীবনকে অর্থবহ করে তুলতে ভাষার সাহায্য নেয়। ভাষাই সমাজের প্রাণশক্তি হিসেবে কাজ করে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজ এগিয়ে চলে। যেখানে পরিবর্তনের ব্যপ্তির রূপ প্রকাশ পায় সাংস্কৃতিক পরিবর্তনের মধ্যে। তাই সামাজিক এবং সমাজব্যবস্থার মধ্যে গুণগত পরিবর্তনের নিয়ামক হিসেবে সংস্কৃতি তার নির্ভরশীলতাকে পূর্ণ রূপ দেয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক