সমাজবিজ্ঞানের পরিধি আলােচনা কর


প্রশ্নঃ সমাজবিজ্ঞানের পরিধি আলােচনা কর।
অথবা, একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের পরিধি আলােচনা কর।

ভূমিকাঃ সমাজবিজ্ঞান একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। মানবসভ্যতার উষালগ্ন থেকেই মানুষ সমাজবদ্ধ হয়ে বাস করতে শেখে। গ্রিক দার্শনিক এরিস্টটলের মতে, মানষ স্বভাবতই সামাজিক জীব। যে মানুষ সমাজে বাস করে না, সে হয় দেবতা না হয় পশু। তাই সামাজিক জীব হিসেবে মানুষ প্রথম থেকেই সমাজকে জানতে চেয়েছে। তারই ধারাবাহিকতায় ১৮৩৯ সালে আগস্ট কোৎ সর্বপ্রথম সমাজ সম্পর্কে বস্তুনিষ্ঠ আলােচনা করেন এবং সমাজবিজ্ঞানের জন্ম দেন।

সমাজবিজ্ঞানের পরিধিঃ মানুষ সমাজবদ্ধ জীব। মানুষের জীবন বিশ্লেষণ করাই হলাে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু। সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের পূর্ণাঙ্গ বিজ্ঞানভিত্তিক পাঠ। তাই বলা যায়, গােটা সমাজই সমাজবিজ্ঞানের আওতাভুক্ত। বিভিন্ন সমাজবিজ্ঞানীর দৃষ্টিভঙ্গির আলােকে আমরা সমাজবিজ্ঞানের বিষয়বস্তুকে নিম্নলিখিতভাবে দেখতে পারি। যথাঃ

(১) সামাজিক সম্পর্কঃ মানুষ সামাজিক জীব। সমাজের বাইরে কেউ জীবনযাপন করতে পারে না। আর সমাজে বসবাস করতে গিয়ে প্রত্যেকে তার পার্শ্ববর্তী মানুষের তার সম্পর্ক গড়ে তুলে যাকে সামাজিক সম্পর্ক বলা হয়। সমাজবিজ্ঞান সামাজিক সম্পর্কসমূহের বিশ্লেষণ ও সামাজিক ঘটনাসমূহের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে থাকে।

(২) সামাজিক মানুষঃ সমাজকে আলােচনা করতে গিয়ে অবশ্যই সমাজবিজ্ঞানীকে মানুষ নিয়ে চিন্তা করতে হয়। মানুষের উৎপত্তি, বিকাশ ও সংস্কৃতি আলােচনায় সমাজবিজ্ঞান নৃতত্ত্বের আশ্রয় নেয়। কীভাবে একজন মানুষ সমাজের সাথে খাপখাইয়ে নেয় তা সমাজবিজ্ঞান ব্যাখ্যা করে।

(৩) প্রভাব বিস্তারকারী উপাদানঃ সমাজে বসবাস করতে গিয়ে মানুষ কিছু প্রভাব বিস্তারকারী উপাদানের দ্বারা প্রভাবিত হয়ে থাকে। যেমনঃ ভৌগােরিক উপাদান, রাজনৈতিক উপাদান, প্রাকৃতিক উপাদান তথা সমাজকে কীভাবে ভৌগােলিক পরিবেশ প্রভাবিত করে তাও সমাজবিজ্ঞানে আলােচিত হয়।

(8) সামাজিক দলঃ মানুষের স্বভাব হলাে দলবদ্ধ হয়ে বসবাস করা। আদিম সমাজে যখন মানুষ জ্ঞান বিজ্ঞানের কোনাে আলাে পায়নি তখনও দেখা গেছে যেসকলে মিলে দলবদ্ধভাবে শিকার করার মাধ্যমে তাদের খাদ্যের চাহিদা পুরণ করেছে। সমাজের কেন্দ্রবিন্দু হলাে দল। তাই দলের প্রকৃতি, প্রকরণ, ভূমিকা ইত্যাদি নিয়ে সমাজবিজ্ঞান আলােচনা করে।

(৫) সামাজিক প্রতিষ্ঠানঃ মানুষ তার বহুমুখী প্রয়ােজন মেটানাের জন্য গড়ে তুলে প্রতিষ্ঠান। সমাজের অভ্যন্তরে রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয়, পারিবারিক, শিক্ষামূলক, বিনােদনমূলক ইত্যদি বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যধারা, উৎপত্তি ও সমাজের ওপর প্রভাব সমাজবিজ্ঞানে আলোচিত হয়।

(৬) সম্প্রদায়ঃ সমাজবিজ্ঞানের পরিধি ব্যাপক ও বিস্তৃত। যার মধ্যে সম্প্রদায় অন্যতম। সমাজে সম্প্রদায়ের হান বিশেষ গুরুত্বপূর্ণ। বিভিন্ন সম্প্রদায়ের বৈশিষ্ট্য, কার্যধারা, উৎপত্তি ইত্যাদি সমাজবিজ্ঞানের আলােচনায় স্থান পেয়ে থাকে। তাই সমাজবিজ্ঞান সম্প্রদায় সম্পর্কে একটা স্পষ্ট ধারণা প্রদান করে।

(৭) সামাজিক স্তরবিন্যাসঃ সমাজবিজ্ঞানের পরিধির মধ্যে সামাজিক স্তরবিন্যাস উল্লেখযােগ্য। সমাজ নানা স্তরে বিন্যস্ত। ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাবের ফলে স্তরবিন্যাস আরও তীব্র হয়েছে। সমাজবিজ্ঞান এসব স্তর নিয়েও আলােচনা করে।

(৮) সামাজিক কাঠামােঃ সমাজকাঠামাে সমাজবিজ্ঞানের অন্যতম প্রধান প্রত্যয়। সমাজ জনসংখ্যার সমষ্টি। জনসংখ্যার ঘনত্বের জন্য সমাজকাঠামােতে পার্থক্য পরিলক্ষিত হয়। রাজনৈতিক, অর্থনৈতিক ইত্যাদি প্রতিষ্ঠানে জনসংখ্যা বিশেষ প্রভাব ফেলে। তাই সমাজবিজ্ঞান জনসংখ্যা নিয়েও আলােচনা করে।

(৯) সামাজিক নিয়ন্ত্রণঃ সমাজবিজ্ঞান যেসকল বিষয় নিয়ে আলােচনা করে তার মধ্যে সামাজিক নিয়ন্ত্রণ অন্যতম। সমাজের বিশৃঙ্খলা, দারিদ্র্য ইত্যাদি সমস্যা ও এর সমাধান, শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার নিয়ম কানুন তথা সামাজিক নিয়ন্ত্রণ সমাজবিজ্ঞানের আলােচ্য বিষয়।

(১০) সামাজিক গতিশীলতাঃ সামাজিক গতিশীলতা মানুষ ও সমাজের একটা সাধারণ বৈশিষ্ট্য। মানুষ গতিশীল যার কারণে সমাজও গতিশীল কারণ মানুষ সমাজকে পরিচালিত করে। নিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে সমাজ ক্রমাগত এগিয়ে চলেছে। তাই সামাজিক পরিবর্তন সমাজবিজ্ঞানের পরিধিভুক্ত।

(১১) সামাজিক পরিসংখ্যানঃ সামাজিক পরিসংখ্যান যেকোনাে সমাজের বিভিন্ন বিষয়ের গানিতিক বিশ্লেষণ। বিভিন্ন প্রকার সামাজিক সমস্যাসমূহের সংখ্যাতাত্ত্বিক বিচার-বিশ্লেষণ করার পন্থা ও কৌশল সম্পর্কে ব্যাখ্যা দান করে। যেমনঃ পরিবার, কর্মসংস্থান, জনসংখ্যা ও অপরাধ ইত্যাদি।

(১২) ঐতিহাসিক মতবাদঃ সমাজবিজ্ঞান একটি প্রাচীনতম বিজ্ঞান। এ বিজ্ঞানে সমাজ-সভ্যতার উৎপত্তি সম্পর্কে অনেক মতবাদ প্রচলিত যে গুলাে কোনটি গ্রহণযােগ্য, কোনটি গ্রহণযােগ্য নয়। সমাজবিজ্ঞান এসকল ঐতিহাসিক মতবাদকে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে একটি বস্তুনিষ্ঠ রূপদান করার চেষ্টা করে। যা সমাজের উৎপত্তি ও গঠনের দিক নির্দেশনা প্রদান করে।

(১৩) অপরাধ বিজ্ঞানঃ মানুষ অপরাধ প্রবণ। আর মানুষ বসবাস করে সমাজে। সমাজের বিভিন্ন ধরনের অপরাধ, অপরাধ প্রবণতার কারণ, অপরাধ সংশােধন এবং এর শাস্তির প্রক্রিয়া, জনসংখ্যার উর্ধ্বগতি, সামাজিক দনীতি এবং পতিতাবৃত্তি প্রভৃতি নিয়ে এই ক্ষেত্র আলােচনা করে থাকে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, সমাজবিজ্ঞান হলাে সমাজ সম্পর্কিত বিজ্ঞানভিত্তিক বা বস্তুনিষ্ঠ অধ্যয়ন। ব্যক্তি এবং সমাজজীবনের পূর্ণাঙ্গ চিত্র এতে স্থান পেয়েছে, তাই এর পরিধি অত্যন্ত ব্যাপক। সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক ধর্মীয় তথা মানুষের যাবতীয় মানবীয় আচরণ সম্পর্কে জানতে হলে সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব অপরিসীম।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক