রাষ্ট্রের উদ্দেশ্যগুলাে সংক্ষেপে আলােচনা কর


প্রশ্নঃ রাষ্ট্রের উদ্দেশ্যগুলাে কী কী? সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, রাষ্ট্রের উদ্দেশ্যগুলাে সংক্ষেপে আলােচনা কর।


ভূমিকাঃ
বর্তমান সভ্য জগতে রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। রাষ্ট্র নামক এ রাজনৈতিক সংগঠনটি সভ্যতার বহু পর্যায় অতিক্রম করে আধুনিক পর্যায়ে উপনীত হয়েছে। এ সংগঠনের মধ্যেই আমরা বসবাস করি, লালিত পালিত হই এবং মৃত্যুবরণ করি। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল যথার্থই বলেছেন, মানুষ জন্মগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব।

আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্যঃ নিম্নে বিভিন্ন মনীষী রাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে কী বলেছেন বা কোন ক্ষেত্রগুলােকে রাষ্ট্রের উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করেছেন তা তুলে ধরা হলাে-

(১) অধ্যাপক স্মিথঃ অধ্যাপক স্মিথ রাষ্ট্রের উদ্দেশ্যকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। যথা- (১) সমাজে অভ্যন্তরীণ শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা করা এবং বহিঃশক্তির আক্রমণ হতে তাকে রক্ষা করা। (২) সমাজের প্রতিটি ব্যক্তিকে অন্যায় ও অত্যাচারের হাত থেকে রক্ষা করা এবং (৩) ব্যক্তিগত উদ্যোগে যেসব কার্য সম্পাদন করা সম্ভব নয় তা সম্পাদন করা এবং জনগণের জন্য অত্যাবশ্যক প্রতিষ্ঠানসমূহ গঠন ও সংরক্ষণ করা।

(২) অধ্যাপক গার্নারঃ অধ্যাপক গার্নারও অধ্যাপক স্মিথের ন্যায় আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্যকে তিনটি শ্রেণীভুক্ত করেছেন। এগুলাে হলাে- (১) রাষ্ট্রের মধ্যে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। (২) জনগণের সামগ্রিক কল্যাণসাধন করা এবং জাতীয় অগ্রগতি নিশ্চিত করা এবং (৩) মানবসভ্যতার উন্নতি বিধানে জাতীয়তাবাদের সাথে আন্তর্জাতিকতাবাদের সমন্বয়সাধন করা।

(৩) রাষ্ট্রবিজ্ঞানী ব্লন্টলিঃ জার্মান রাষ্ট্রবিজ্ঞানী ব্লন্টলি আধুনিক রাষ্ট্রের দুটি উদ্দেশ্যের কথা বলেছেন। যথা- (১) প্রত্যক্ষ উদ্দেশ্য এবং (২) পরােক্ষ উদ্দেশ্য। জাতীয় জীবনের পরিপূর্ণ বিকাশ সাধন এবং জাতীয় শক্তির সম্প্রসারণ ও সুরক্ষা হলাে রাষ্ট্রের প্রত্যক্ষ উদ্দেশ্য। আর পরােক্ষ উদ্দেশ্য হলাে ব্যক্তিস্বাধীনতা ও নিরাপত্তা সংরক্ষণের ব্যবস্থা করা।

(8) অধ্যাপক লাস্কিঃ অধ্যাপক লাস্কি আধুনিক রাষ্ট্রের উদ্দেশ্য সম্পর্কে বলেন যে, সর্বাধিক সমাজকল্যাণ সাধন এবং ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশে সহায়তা করাই রাষ্ট্রের উদ্দেশ্য। তার মতে, রাষ্ট্র হলাে জনসাধারণের সর্বাধিক সামাজিক কল্যাণসাধন করার একটি সংগঠনমাত্র। তিনি বলেছেন, নিরাপত্তা রক্ষা করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায় প্রতিষ্ঠা করা হলাে রাষ্ট্রের উদ্দেশ্য।

(৫) মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী বার্জেসঃ মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী Burgess রাষ্ট্রের ত্রিবিধ উদ্দেশ্যের কথা বলেন। উদ্দেশ্যগুলাে হলাে- (১) রাষ্ট্রের চরম উদ্দেশ্য হলাে বিশ্বে ন্যায়নীতির শাসন কায়েম করা এবং সেজন্য রাষ্ট্রকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হয়। এতেই বিশ্বসভ্যতা এবং মানবতার উৎকর্ষসাধন হবে। (২) প্রত্যেক ব্যক্তিকে জাতীয় আদর্শে উদ্বুদ্ধ করতে হবে। সেজন্য দেশের স্বকীয় বৈশিষ্ট্য তুলে ধরতে হবে। (৩) রাষ্ট্রের শাসনব্যবস্থার সাথে ব্যক্তিস্বাধীনতার সামঞ্জস্য বিধান করতে হবে।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, রাষ্ট্র একটি চিরস্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্রের পরিবর্তন ঘটতে পারে কিন্তু তাই বলে এর বিনাশ হয় না। রাষ্ট্রকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের ও জাতিসংঘের কাছে স্বীকৃতি পেতে হয়। স্বীকৃতি পাবার পর প্রত্যেকটি রাষ্ট্র সমান অধিকার ও মর্যাদা দাবি করতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক