অথবা, ফোকাস দল কী?
ভূমিকাঃ গবেষণা একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, যার সাহায্যে বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য আহরণ করা যায়। তার বচার-বিশ্লেষণ করা যায় এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। পদ্ধতি সমস্যা বিশ্লেষণের হাতিয়ারবিশেষ। সমস্যার কার্যকারণ প্রভাব ইত্যাদি সম্পর্কে বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণমূলক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য গবেষণা একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।
ফোকাস দলের সংজ্ঞাঃ একটি দলীয় আলােচনা সুনির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে কোনাে, কর্মসূচি অথবা অবস্থা সংশ্লিষ্ট সমধর্মী সদস্যদের মধ্য হতে বিশেষ প্রক্রিয়ায় নির্বাচিত একটি ক্ষুদ্র দলকে সুনিয়ন্ত্রিত আলােচনার সুযােগ দিয়ে এর মাধ্যমে বিভিন্ন আবেগ ও আত্মনিষ্ঠ দিক বাদ রেখে আচরণ, দৃষ্টিভঙ্গি, সন্তুষ্টি, উদ্বেগ এবং জটিল পারস্পরিক সম্পর্ক, প্রাসঙ্গিক তথ্যাবলি সংগ্রহের পদ্ধতি হল FGD বা ফোকাস দল আলােচনা। নিম্নে এই সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা প্রদান করা হলাে-
Gupta ফোকাস দল আলােচনা সম্পর্কে বলেন, "Focus Group Discussion as a qualitative research method with a definite goal is essentially group discussion taking place between people of more or less identical age socio-economic status, sex, and other common characteristics."
উপযুক্ত সংজ্ঞার মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে, FGD হলাে কোনাে একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে সাধারণ লােকদের একটা দল নিয়ে আলােচনা করা। এতে একটা সম্প্রদায়ের সব ধরনের লােকেরা অংশগ্রহণ করতে পারে। গবেষণার প্রকৃতি দেখে নির্বাচন করতে হয় যে কাদের নিয়ে দল করা হবে।
ফোকাস দলের বৈশিষ্ট্যসমূহঃ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করলে কয়েকটি বৈশিষ্ট্য আমরা ফোকাস দল আলােচনায় দেখতে পাই। নিম্নে সেগুলাে তুলে ধরা হলাে-
(১) দলের আলােচনা একটি নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আবর্তিত হয়।
(২) ফোকাস দল সাধারণত ৬ থেকে ১৬ জন নিয়ে গঠিত হয়।
(৩) একজনের মধ্যস্থতায় সদস্যদের মধ্যে আলােচনা আবর্তিত হয়।
(৪) সমধর্মী এবং সকল শ্রেণির নারী-পুরুষ এবং অন্যান্য বৈশিষ্ট্যের সকলের অংশগ্রহণ থাকে।
(৫) সকলের মতামতের প্রাধান্য পরিলক্ষিত হয়ে থাকে।
(৬) যেকোনাে বিষয়ে বিভিন্নজনের মতামত পাওয়া যায়।
(৭) গবেষক আলােচনাকে তার গবেষণার সুবিধার জন্য গভীরে নিয়ে যেতে সহায়তা প্রদান করে থাকেন।
পরিশেষঃ পরিশেষ বলা যায় যে, কোনাে পদ্ধতিই সমালােচনা বা ত্রুটিমুক্ত নয়। সেক্ষেত্রে ফোকাস দল আলােচনাও ব্যতিক্রম নয়। FGD তে যে অসুবিধাগুলাে পরিলক্ষিত হয়ে থাকে তাকে অতীত অভিজ্ঞতার মাধ্যমে সমাধান করা সম্ভবপর। অতীতে যে সমস্যাগুলাের সম্মুখীন করা হয়েছে তার আলােকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে FGD অবশ্যই ফলপ্রসূ হবে। ফোকাস দল আলােচনা যেকোনাে গবেষণার মূল ভিত্তি রচনা করতে পারে।
0 মন্তব্যসমূহ