সংসদীয় সরকারের দোষসমূহ কী?


প্রশ্নঃ সংসদীয় সরকারের দোষসমূহ কী?
অথবা, সংসদীয় সরকারের অসুবিধা কী কী?
অথবা, সংসদীয় সরকারের নেতিবাচক দিক কী কী?
অথবা, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের দোষসমূহ উল্লেখ কর।
অথবা, মন্ত্রিপরিষদ শাসিত সরকারের অসুবিধাসমূহ উল্লেখ কর।

ভূমিকাঃ প্রতিটি সরকার ব্যবস্থারই ভালাে-মন্দ, দোষগুণ, সুবিধা-অসুবিধা বিদ্যমান। তেমনি সংসদীয় সরকার ব্যবস্থাও এর ব্যতিক্রম নয়। সংসদীয় ব্যবস্থা নানা অভিযােগে অভিযুক্ত। ক্ষেত্র বিশেষে সংসদীয় সরকার ব্যবস্থা অযােগ্য হয়ে পড়ে এবং প্রশাসনে জটিলতা সৃষ্টি করে। বর্তমান সংসদীয় ব্যবস্থার নেতিবাচক ভূমিকা লক্ষণীয় মাত্রায় রয়েছে।

সংসদীয় সরকারের অসুবিধাঃ নিম্নে সংসদীয় সরকার ব্যবস্থার অসুবিধা/দোষাবলি/নেতিবাচক দিকসমূহ আলােচনা করা হলাে-

১. দায়িত্বশীলতার প্রশ্নেঃ সংসদীয় সরকার ব্যবস্থায় দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। কেননা এখানে সংখ্যাগরিষ্ঠতার বিজয়ের মাধ্যমে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে। ফলে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে আইনসভার সদস্যগণ দায়িত্বে অবহেলা করে।

২. আমলাদের প্রাধান্যঃ সংসদীয় সরকার ব্যবস্থায় আমলাদের প্রাধান্য অধিক মাত্রায় দেখা যায়। ফলে মন্ত্রিসভার পক্ষে কোন বিষয়ে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। তাছাড়া মন্ত্রীরা তাদের কাজের জন্য আমলাদের উপর নির্ভর।

৩. শাসনকার্যে অদক্ষতাঃ সংসদীয় সরকার ব্যবস্থায় অদক্ষ প্রতিনিধি নির্বাচিত হওয়ায় শাসনকার্যে জটিলতা দেখা দেয়। কেননা এই শাসনব্যবস্থায় মন্ত্রিসভার সদস্যগণ প্রশাসনিক বিষয়ে প্রাথমিক জ্ঞান ছাড়াই মন্ত্রিসভার দায়িত্ব গ্রহণ করে।

৪. আইসভার ক্ষমতা হ্রাসঃ সংসদীয় ব্যবস্থায় অনেক ক্ষেত্রে আইনসভার ক্ষমতা হ্রাস পায়। সংসদ মন্ত্রীদের ইচ্ছানুসারে পরিচালিত হয়। সংসদীয় ব্যবস্থায় বলা হয় আইনসভা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে কিন্তু বাস্তবে মন্ত্রিসভা আইন সভাকে নিয়ন্ত্রণ করে।

৫. দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবঃ মন্ত্রিপরিষদ যে কোন অনাস্থা প্রস্তাব উত্থাপনের মাধ্যমে পদচ্যুত হতে পারে। এজন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে পারে না।

৬. নির্বাচনের প্রভাবঃ দেশের কোন এলাকা থেকে যদি সরকারি দল কোন আসন না পায় তাহলে অনেক সময় তৃতীয় বিশ্বের দেশগুলােতে দেখা যায় যে, সরকারি দল সে এলাকার উন্নয়নে ইচ্ছাকৃতভাবে মনােনিবেশ করে না।

উপসংহারঃ পরিশেষে বলা যায়, সংসদীয় ব্যবস্থার কিছু দোষত্রুটি থাকলেও সার্বিক বিবেচনায় সংসদীয় সরকার। সবচেয়ে গ্রহণযােগ্য সরকার। কেননা একমাত্র সংসদীয় সরকারে গণতন্ত্রের সঠিক চর্চা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক