বাংলাদেশের প্রেক্ষিতে মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলাে আলােচনা কর


প্রশ্নঃ বাংলাদেশের প্রেক্ষিতে মূল্যবোধের অবক্ষয়ের কারণগুলাে আলােচনা কর।
অথবা, বাংলাদেশের প্রেক্ষিতে মূল্যবােধের অবক্ষয়ের কারণগুলাে সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ সমাজে মানুষের জীবনযাপনের প্রক্রিয়ায় বিভিন্ন অবস্তুগত বিষয় চালিকাশক্তি হিসেবে কাজ করে। সামাজিক মূল্যবােধ এদের মধ্যে অন্যতম। সমাজে একটি বিষয় ভালাে বা মন্দ, ঠিক বা বেঠিক, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত সে সম্পর্কে সমাজের মানুষের যে ধারণা তাকে সামাজিক মূল্যবােধ বলে। অর্থাৎ মূল্যবােধ হলাে ভালাে বা মন্দ সম্পকে সামাজিক ধারণা। কাক্ষিত বা অনাকাঙ্ক্ষিত, উচিত বা অনুচিত সম্পর্কে সামাজিক ধ্যান-ধারণার ভিত্তিতে মূল্যবােধ প্রতিষ্ঠিত হয়।

বাংলাদেশে মূল্যবােধের অবক্ষয়ের কারণঃ বাংলাদেশে মূল্যবােধের অবক্ষয়ের প্রধান প্রধান কারণগুলাে হলাে-

(১) দারিদ্র্যঃ দারিদ্রতা বাংলাদেশে মূল্যবােধের অবক্ষয়ের অন্যতম কারণ। বিশ্বব্যাংক পরিচালিত এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের প্রায় শতকরা পঞ্চান্ন ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফলে জীবনের যাবতীয় প্রয়ােজন মেটাতে তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে সামাজিক মূল্যবােধের অবক্ষয় হচ্ছে।

(২) বেকারত্বঃ বেকারত্ব একটি সমাজের জন্য অভিশাপস্বরূপ। একটি সমাজে বেকারদেরকে বােঝা হিসেবে কল্পনা করা হয়। পর্যাপ্ত কাজের সুযােগ না থাকায় তারা অর্থোপার্জনের জন্য অসদুপায় ও বেআইনী কার্যক্রমে জড়িয়ে পড়ছে। ফলে সামাজিক মূল্যবােধের অবক্ষয় হচ্ছে।

(৩) অর্থনৈতিক ব্যবস্থাঃ বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থার পুঁজিবাদী নীতি এখনও বেশ প্রবল। উৎপাদন যন্ত্রে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত থাকায় যে যত পারছে সম্পদ সংগ্রহ করছে। ফলে অর্থ উপার্জনের প্রতিযােগিতায় নেমে অনেকে সামাজিক মূল্যবােধকে অতিক্রম করছে। ফলে মূল্যবােধের অবক্ষয় হচ্ছে।

(৪) অপরাধ প্রবণতাঃ দ্রুত সামাজিক পরিবর্তনের ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অপরাধকে অনেকেই বড় কিছু মনে করছে না। ফলে সামগ্রিকভাবে সমাজে মূল্যবােধ হ্রাস পাচ্ছে।

(৫) আইন-শৃঙ্খলার অবনতিঃ বর্তমানে বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় শিথিলতা পরিলক্ষিত হচ্ছে। ফলে মানুষ সহজেই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। ফলে সামাজিক মূল্যবোেধ হ্রাস পাচ্ছে।

পরিশেষঃ সামাজিক মূল্যবােধ সংস্কৃতির একটি অন্যতম উপাদান। বাংলাদেশে মূল্যবোেধ অবক্ষয়ের জন্য সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয় প্রত্যক্ষভাবে জড়িত। কারণ সমাজের সামগ্রিক বিষয়ের ওপর সামাজিক মূল্যবােধ নির্ভর করে। যা টিকিয়ে রাখতে হলে সমাজে সামাজিক স্থিতিশীলতা টিকিয়ে রাখতে হবে। অপরাধ প্রবণতা কমানাের জন্য সামাজিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলেই মূল্যবােধের অবক্ষয় হ্রাস পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক