সিন্ধু সভ্যতা বলতে কী বুঝ?


প্রশ্নঃ সিন্ধু সভ্যতা বলতে কী বুঝ?
অথবা, সিন্ধু সভ্যতা কী?

ভূমিকাঃ সংস্কৃতি ও সভ্যতা শব্দ দু’টিকে অনেকসময় সমার্থক শব্দরূপে ব্যবহার করা হয় যদিও এদের সমার্থক শব্দ হিসেবে ব্যবহার করা চলে না। নৃ-তত্ত্ববিদগণ সংস্কৃতি শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করেছেন। তাদের মতে, জ্ঞান, বিশ্বাস, কলা, নৈতিকতা, আচারব্যবহার এবংসমাজের সভ্য হিসেবে মানুষের অর্জিত অভ্যাস ও কর্মক্ষমতা সবই সংস্কৃতির অন্তর্ভুক্ত। ‘সভ্যতা’ বলতে তারা বুঝেন মনুষ্য সমাজের উন্নত স্তরে, শহরে এবং রাষ্ট্রে মানুষের যে কর্মকুশলতার আবির্ভাব ঘটেছে তার সমষ্টি, কোনাে কোনাে লেখক মনে করেন, মানুষের আচরণের দুটি দিক রয়েছে একটি সংস্কৃতি যা আচরণের ভেতরের দিক অন্যদিক হচ্ছে আচরণের বাইরের দিক, যা সভ্যতা নামে অভিহিত করা হয়।

সিন্ধু সভ্যতাঃ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং সুন্দর জীবনের প্রত্যাশায় মানুষের পারদর্শিতা ও ঐক্য ঐকান্তিক প্রচেষ্টার ফলে স্থায়ী বসতি বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যে স্বাভাবিকভাবে ও পরিবর্তনের মাধ্যমে সভ্যতার আবির্ভাব হয়। প্রাচীন সভ্যতাগুলাে প্রকৃতির আশীর্বাদে নদী অববাহিকায় গড়ে ওঠেছে। এমনি নদী তীরবর্তী সভ্যতা সমূহের অন্যতম একটি সভ্যতা হলাে সিন্ধু সভ্যতা। নব্য প্রস্তর যুগে নীল নদের তীরে যেমন মিশরীয় সভ্যতা গড়ে ওঠে তেমনি সিন্ধু নদের তীরে প্রাচীন মানুষের সভ্যতা সিন্ধু সভ্যতা গড়ে ওঠে। এটা মিশরীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা। এ ত্রিভুজ আকৃতির বিস্তীর্ণ এই অঞ্চলে এ পর্যন্ত ছােট বড় প্রায় ৪০টি প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। যে উন্নত সভ্যতা পাচ হাজার বছর আগে সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠে এর নিদর্শন ১৯২২ সালে আবিষ্কৃত হয়।

বর্তমান পাকিস্তান রাষ্ট্রের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারাে এবং পাঞ্জাবের হরপপা অঞ্চলে প্রাচীন সভ্যতার নিদর্শন প্রথম পরিদৃষ্ট হয়। ভৌগােলিক দিক থেকে এ অঞ্চলদ্বয়ের ব্যবধান প্রায় চারশ’ মাইল হলেও এরা সিন্ধু নদের তীরে অবস্থিত বলে এ দুই অঞ্চলের সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিত।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে তার প্রতিটির ধ্বংসও অনিবার্য প্রক্রিয়া-এর ব্যতিক্রম সভ্যতার ক্ষেত্রে দেখা যায় না। সিন্ধু সভ্যতা এক সময় বিকাশ লাভ করেছিল এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছে স্বাভাবিক নিয়ম অনুসারেই এতে কোনাে সন্দেহের অবকাশ নেই। তবে সঠিক কোনাে কারণে এর বিলুপ্তসাধন হয়েছিল তা নিয়ে এখনও রহস্য রয়ে গেছে। এমনকি ঐতিহাসিকরা এখনও এর কারণ অনুসন্ধানে ব্যস্ত রয়েছেন। হয়তাে অদূর ভবিষ্যতে এর সঠিক কারণ খুঁজে পাওয়া যাবে। তবে এটা নিশ্চিত যে উপযুক্ত কারণগুলাের সমন্বয়েই সিন্ধু সভ্যতার পতন ঘটেছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক