সার্বভৌমত্ব কী? সার্বভৌমত্বের সংজ্ঞা দাও


প্রশ্নঃ সার্বভৌমত্ব কী?
অথবা, সার্বভৌমত্ব বলতে কী বুঝ?
অথবা, সার্বভৌমত্বের সংজ্ঞা দাও।

ভূমিকাঃ সার্বভৌমত্ব রাষ্ট্রবিজ্ঞানের আলােচ্য বিষয়সমূহের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। যে চারটি উপাদানের সমন্বয়ে রাষ্ট্র গঠিত, তাদের মধ্যে সার্বভৌমত্ব একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযােগ্য উপাদান। শুধু তাই নয়, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও স্বরূপ বহুলাংশে সার্বভৌম ক্ষমতার প্রকৃতি ও অবস্থানের ওপর নির্ভর করে।

সার্বভৌমত্বের সংজ্ঞাঃ সার্বভৌমত্ব হলাে রাষ্ট্রের চূড়ান্ত অবাধ ও নিরঙ্কুশ ক্ষমতা। এ ক্ষমতা রাষ্ট্র তার অধীন সকলকে আদেশ ও নির্দেশ দান করে এবং সকলের নিকট থেকে আনুগত্য লাভ করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অপর রাষ্ট্র থেকে নিয়ন্ত্রণমুক্ত থাকে।

প্রামাণ্য সংজ্ঞাঃ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীগণ সার্বভৌমত্বের সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তা আলােচনা করা হলাে-

অধ্যাপক বার্জেস (Burgess)- এর মতে, সার্বভৌমিকতা হলাে, সকল প্রজা ও তাদের সকল সংগঠনের ওপর আদি নিরঙ্কুশ ও সীমাহীন ক্ষমতা।

জিলিনিক (Jellinick) -এর মতে, “এটি এমন এক ক্ষমতা যা অন্যকোনাে ক্ষমতার দ্বারা সীমিত করা যায় না, শুধুমাত্র নিজের ইচ্ছার দ্বারা পরিচালিত হয়।”

Prof. D. D. Raphael বলেন, সার্বভৌমত্ব রাষ্ট্রের চরম ক্ষমতা। এ ক্ষমতাবলে রাষ্ট্র তার সীমানার মধ্যে শেষ কথাটি বলে এবং চূড়ান্ত ইচ্ছা প্রকাশ করে।

রাষ্ট্রবিজ্ঞানী ডুগে (Douge) -এর মতে, সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের পক্ষে চরম আদেশ এবং ভূখন্ডে অবস্থিত সকলকে বিনা শর্তে আদেশ দেয়ার ক্ষমতা।

এন্ডারসন ও ক্রিস্টল (Anderson & Christol) বলেন, সার্বভৌমত্ব শব্দটি দ্বারা সর্বোচ্চ এবং চূড়ান্ত আইনগত কর্তৃত্বের কথা বােঝা যায় এবং এটি ব্যতিত এ ধরনের অন্যকোনাে শক্তির অস্তিত্ব বজায় থাকে না।

পরিশেষঃ উপযুক্ত সংজ্ঞাগুলাে হতে সবশেষে বলা যায় যে, সার্বভৌম ক্ষমতা বলতে রাষ্ট্রের সেই মৌলিক বৈশিষ্ট্যকে বুঝায় যার বলে রাষ্ট্র অপ্রতিরােধ্য, অন্তহীন ক্ষমতাসম্পন্ন ও অসীম প্রতিপত্তির অধিকারী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক