প্রথা কাকে বলে? প্রথার সংজ্ঞা দাও


প্রশ্নঃ প্রথার সংজ্ঞা দাও।
অথবা, প্রথা বলতে কী বুঝ?
অথবা, প্রথা কাকে বলে?

ভূমিকাঃ সামাজিক জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই সামাজিক নিয়ন্ত্রণ প্রয়ােজন। একমাত্র সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমেই সুন্দর ও সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। সমাজ পারস্পরিক সম্পর্ক ছাড়া গড়ে উঠতে পারে না। আর এই পারস্পরিক সম্পর্কের সূত্রে আবদ্ধ জনগােষ্ঠির ভাবের আদান-প্রদানের মাধ্যমে সম্প্রদায়, সংঘ, গােষ্ঠি, প্রথা বা লােকাচার, লােকরীতি জন্ম দিয়ে থাকে।

প্রথার সংজ্ঞাঃ প্রথা বলতে বুঝায় সামাজিকভাবে স্বীকৃত এমন কিছু পন্থা বা রীতি ও পদ্ধতি যা বিভিন্ন সামাজিক কার্যকলাপ পালনে অনুশীলন করা হয়। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ অবচেতন মনেই প্রথাকে স্বীকার করে নেয়। ম্যাকাইভারের মতে, "The Socially accredited ways of acting are the customs of the society" সমাজ স্বীকৃত আচরণবিধি এবং কার্যপ্রণালিই হচ্ছে প্রথা। প্রথা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যথা- (১) নিত্যদিনের স্বাভাবিক কাজকর্ম, (২) নিত্যদিনের কাজকর্মের পন্থা প্রণালি, (৩) পারস্পরিক সামাজিক আচরণ এবং ক্রিয়ার মধ্যে প্রতিফলিত সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, পারস্পরিক সম্পর্কের সূত্রে আবদ্ধ জনগােষ্ঠীর ভাবের আদান-প্রদানের মাধ্যমে সম্প্রদায়, সংঘ, গােষ্ঠী, প্রথা বা লােকাচার, লােকরীতি জন্ম দিয়ে থাকে। সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে বাহনগুলাে রয়েছে তার মধ্যে লােকরীতি, লােকাচার বা প্রথা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক