নৈতিক অবধারণ বলতে কি বুঝ?


প্রশ্নঃ নৈতিক অবধারণ বলতে কি বুঝ?
অথবা, নৈতিক বিচার বলতে কি বুঝ?
অথবা, নৈতিক অবধারণ কি?
অথবা, নৈতিক অবধারণ কাকে বলে?
অথবা, নৈতিক অবধারণ বলতে কি বুঝায়?

ভূমিকাঃ নৈতিক অবধারণের স্বরূপ সম্পর্কীয় আলােচনা নীতিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ বিষয়। নীতিবিদ্যা মানব আচরণ সম্পর্কীয় আলােচনা নিয়ে জড়িত। আর মানব আচরণের মূল্যায়ন নৈতিক অবধারণের মাধ্যমে আলােচনা করা হয়ে থাকে।

নৈতিক অবধারণ (Moral Judgement): দুটি ধারণা বা পদের মধ্যে সম্পর্ক স্থাপনের একটা মানসিক প্রক্রিয়াকে সাধারণত অবধারণ বলা হয়ে থাকে। নৈতিক অবধারণ তথ্যবিষয়ক উক্তি বা ঘটনা-সম্পর্কীয় অবধারণ থেকে পৃথক। ঘটনা সম্পর্কীয় অবধারণ কি ঘটে বা ঘটে না সম্পর্কীয় বিবৃতি নিয়ে জড়িত বলে এ মূল্য নিরপেক্ষ বা বর্ণনামূলক বিবৃতির উল্লেখ করে। পক্ষান্তরে নৈতিক অবধারণ মূল্য সম্পর্কীয় অবধারণ বা মূল্যায়নমূলক অবধারণ (Judgement or value or evaluative judgement)। ঘটনা বা মূল্য সম্পর্কীয় অবধারণের পার্থক্য বুঝার জন্য এখানে দুটি বাক্য বিবেচনা করা যায়। “বৈজ্ঞানিকেরা অনু বিভাজন করেন” এ বাক্যটি একটি তথ্য বিষয়ক উক্তি বা ঘটনা সম্পর্কীয় অবধারণ। এ ধরনের অবধারণে বস্তু বা ঘটনা যেভাবে ঘটে ঠিক সেভাবে তার বর্ণনা করা হয়। এই ঘটনাবিষয়ক অবধারণ বস্তুনিষ্ঠ এবং এ তাত্ত্বিক বিষয়ের বর্ণনা করে। “বৈজ্ঞানিকদের পক্ষে অনুবিভাজন করা উচিত নয় এ বাক্যটি একটি মূল্যবিষয়ক অবধারণ। মূল্য বিষয়ের অবধারণের সত্যতা আদর্শ ও মানদণ্ডের প্রেক্ষিতে যাচাই করা হয়। আমরা সাধারণত দৈনন্দিন জীবনে বিভিন্ন বিষয় বা ঘটনার মূল্যায়ন করে থাকি যখন আমরা বলি যে, “ঘাস সবুজ” তখন ঘাস ও “সবুজ”-এর সঙ্গে আমরা একটা সম্পর্ক স্থাপন করে একটা অবধারণ গঠন করে থাকি, আবার আমরা যখন বলি, “সত্যবাদিতা একটা সদগুণ” তখন আমরা “সত্যবাদিতা” ও সদগুণ এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে অবধারণ গঠন করে থাকি। প্রথম দৃষ্টান্তে আমরা তথ্য বা বাস্তব ঘটনার মূল্যায়ন করি, কিন্তু দ্বিতীয় দৃষ্টান্তে আমরা সত্যবাদিতার মূল্যায়ন করে সত্যবাদিতার একটি নৈতিক মূল্য আরােপ করে থাকি। অর্থাৎ প্রথম দৃষ্টান্তটি তথ্য বা ঘটনার বর্ণনা সম্পর্কীয় মূল্যায়ন বলে। এ একটা তথ্য বা ঘটনা সম্পর্কীয় অবধারণ এবং দ্বিতীয় দৃষ্টান্তটি নৈতিক মূল্যায়ন নিয়ে জড়িত বলে। একটা নৈতিক অবধারণ।

উপসংহারঃ পরিশেষে বলা যায় যে, নৈতিক অবধারণটি মূল্য সম্পর্কীয় অবধারণ এবং এ ঘটনা সম্পর্কীয় বা বর্ণনামূলক অবধারণ থেকে পৃথক। নৈতিক আদর্শের সাথে সামঞ্জস্য রেখে দুটি ধারণা বা পদের মধ্যে সম্পর্ক স্থাপনের একটা মানসিক প্রক্রিয়াকে নৈতিক অবধারণ বলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

টপিক